সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাটা গো’ষ্ঠী’কে আ’রো এ’ক’বা’র আ’ম’ন্ত্র’ণ জানালেন পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যের নতুন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আগে একটি সাংবাদিক বৈঠকে রতন টাটার গোষ্ঠীকে রাজ্যে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবার সেই একই কথা আরও একবার বললেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, টাটা গোষ্ঠী চাইলে এই রাজ্যে বিনিয়োগ করতেই পারে। তারা কেউ রাজ্যের শত্রু নয়। তাদের তরফ থেকে কোনো প্রস্তাব থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য এর আগে টাটাগোষ্ঠী যখন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চেয়েছিল তখন তৃণমূল সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও বর্তমান শিল্প মন্ত্রীর দাবি, টাটা গোষ্ঠীর বিনিয়োগে তৃণমূল কখনোই বাধা দেয়নি। বাম আমলে যেভাবে বহুফসলী জমি অধিগ্রহণ করে শিল্প-কারখানা গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছিল, তাতেই কার্যত আপত্তি ছিল তৃণমূলের। টাটা গোষ্ঠীর বিরুদ্ধে তৃণমূলের কোনো লড়াই নেই বলেই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

১৩ বছর আগে পশ্চিমবঙ্গের শিল্প গড়ে তুলতে চেয়েছিল টাটা গোষ্ঠী। তবে তৎকালীন বিরোধী দল তৃণমূলের প্রবল বিক্ষোভের মুখে পড়ে রাজ্য ছাড়তে বাধ্য হয় টাটা। সেই সময় টাটা গোষ্ঠীকে সাদরে আমন্ত্রণ জানায় গুজরাট। এবার রতন টাটার গোষ্ঠীকে আরো একবার ফিরিয়ে আনতে চাইছে তৃণমূল। উল্লেখ্য, ভারতকে আগামী দিনে বিনিয়োগের হাব হিসেবে দেখতে চাইছে বহু সংস্থা। চীনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারত।

আর এই মুহূর্তকে কাজে লাগিয়ে ভারতের বড় বড় সংস্থাগুলি বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। বড় বড় শিল্পপতি সংস্থা থেকে শুরু করে ব্যবসায়ীরাও ভারতের ইন্ডাস্ট্রির ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে চলেছেন। তাই ভারতের প্রতিটি রাজ্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। সে ক্ষেত্রে পিছিয়ে থাকবে না পশ্চিমবঙ্গও। রাজ্যে আবার টাটা গোষ্ঠীকে ফেরানোর পরিকল্পনা করছে সরকার।