সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪-এ বিজেপি কতগুলো আসন পা’বে? আগাম জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এখনো পর্যন্ত ঘোষিত হয়নি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তবে মনে করা হচ্ছে আগামী জুলাই মাসেই হতে পারে পঞ্চায়েত ভোট। নির্বাচনের আগে শাসকবিরোধী সব দল নেমে পড়েছে নিজেদের প্রচার এবং প্রসারে। এবার লোকসভা নির্বাচন নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন দিল্লিতে ক্ষমতায় আসা তো অতীত এমনকি এবার ২০০ আসন পেরোতে পারবে না বিজেপি।

তবে কি বিরোধী জোটের ক্ষমতায় সর্বসম্মত হতে চলেছে মমতার কাছে? যদিও সেই প্রশ্নের উত্তর দেননি বাংলার মুখ্যমন্ত্রী! নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বলতো ইস বার ২০০ পার। কিন্তু এবার দিল্লিতেও তারা এই আসন পাবে না। কোন যাদুকর এসে তাদের এই আসন বাড়াতে পারবেনা।

তিনি আরো বলেন বিএসএফ সিবিআই দিয়ে যতই ভোট লুঠ করার চেষ্টা করুক না কেন । এমনকি ইলেকট্রিক মেশিন ব্যবহার করলেও মানুষ তাদের ভোট দেবে না। তবে আমরা চাইবো যতটা সম্ভব ভিভিপ্যাড মেশিন ব্যবহার করতে।

আরো খবর: গ্যাং’স্টা’র আতিক আহমেদকে দেওয়া হো’ক “ভারতরত্ন”, কংগ্রেস নেতার ম’ন্ত’ব্য ঘি’রে রাজনৈতিক তরজা

কিন্তু বিজেপি কারোর কথা শোনে না তারা কেবলমাত্র জুলুমবাজি এবং অত্যাচার করতে পারে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে জেতার জন্য এজেন্সি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন সভার দ্বারস্থ হয়েছে বিজেপি কিন্তু তাতেও কিছু হবে না। কোনদিন ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি।

এদিকে বিজেপি এক প্রকার নিশ্চিত এবার তাদের জয় আসবেই। এমনকি বাংলা থেকেও তারা জয়লাভ করবে মোদির নেতৃত্বে সোনার বাংলা গঠন হবে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিজেপির বিরুদ্ধে এখনো বিরোধী নয় তেমন জোটবদ্ধ হতে পারেনি।