সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্যাং’স্টা’র আতিক আহমেদকে দেওয়া হো’ক “ভারতরত্ন”, কংগ্রেস নেতার ম’ন্ত’ব্য ঘি’রে রাজনৈতিক তরজা

পুলিশের চোখের সামনে গুলি করে হত্যা করা হয় কুখ্যাত গ্যাংস্টার তথা সমাজবাদী পার্টি নেতা আতিক আহমেদকে । তার এই মৃত্যু নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় হলেও তিনি যে একজন কুখ্যাত অপরাধী তা আর বলার অপেক্ষা রাখে না। অথচ সেই অপরাধীকেই কিনা ভারতরত্ন দেওয়ার প্রস্তাব রাখেন কংগ্রেস সংসদ।

নিহত মাফিয়া ডন আতিককে নিয়ে করা এই মন্তব্যের জন্য মুখ লোকাতে হচ্ছে জাতীয় কংগ্রেসকে। কংগ্রেস নেতা রাজ কুমার সিং ওরফে রাজু একটি দলীয় সভায় গিয়ে এমন মন্তব্য করেছেন। উত্তরপ্রদেশের পুরো নির্বাচনের প্রচারে গিয়ে এমন আলটপকা মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন ওই গ্যাংস্টার আতিক আহমেদের দেহ তেরঙ্গা পতাকার মুড়িয়ে নিয়ে যাওয়া উচিত ছিল পুলিশের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

তার জন্যই দেশের এমন স্বনামধন্য ব্যক্তি খুন হয়েছেন বলে মন্তব্য করেন রাজু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও আওয়াজ তুলেছেন তিনি।

আরো খবর: দেশের ধনীতম শহর কোনটি? কলকাতা তালিকায় ক’তো নম্বরে?

যদি প্রয়াত মুলায়ম সিং যাদবকে পদ্মবিভূষণ দেওয়া যেতে পারে, তবে কেন আতিককে ভারতরত্ন দেওয়া যাবে না অকাট্য যুক্তি দেখিয়েছেন তিনি। তার এই মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এমন মন্তব্য করে মোটেও অনুষ্ঠান পাবেন না তিনি তাই উত্তরপ্রদেশের কোতোয়ালি থানায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এদিকে এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির।

দলীয় নেতার বক্তব্যকে সমর্থন করেনি কংগ্রেস। যদিও এক্ষেত্রে মৌনব্রত পালন করতে দেখা গিয়েছে ভারতের পুরনো এই দলকে।