সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাইওয়েতে বৃষ্টির ম’তো পড়ছে টাকা! সব কাজ ছেড়ে কু’ড়ো’তে লাগলেন সকলেই, ভাইরাল ভিডিও

গাছ থেকে টাকার বৃষ্টি হোক না হোক আকাশ থেকে যদি টাকা ছড়িয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হবে? সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে রাস্তার উপর টাকা ছড়িয়ে থাকতে দেখা গেল। রাস্তার এপ্রান্ত থেকে ও প্রান্ত, যতদূর চোখ যায় শুধু নোট পড়ে থাকতে দেখা যাচ্ছে। বাস্তবে রাস্তাতে এমন টাকার বৃষ্টি হতে দেখে আমজনতা নোট কুড়োনোর জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো সেই ভিডিও।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাইওয়ে নোটে ঢেকে গিয়েছে। দেখে এক মুহূর্ত দেরি না করে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়েছেন আমজনতা। যে যেমনভাবে পারছেন নোট তুলে নিজের পকেটে ভরে নিচ্ছেন। কেউ তাদের বাধা দিচ্ছে না। ব্যাপারটা ঠিক কী?

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সান ডিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইনসিউরেন্স কর্পোরেশনে একটি ট্রাকে করে অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় কোনো ভাবে ট্রাকের একটি দরজা খোলা থেকে যায়। তার ফলে 1 এবং 20 ডলারের নোট রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই নোট কুড়িয়ে সাময়িক আনন্দ পেলেও তাদের ফিরিয়ে দিতে হবে বলে জানা যাচ্ছে। কারণ প্যাট্রোল অফিসার হুঁশিয়ারি দিয়েছেন, যারা নোট কুড়িয়েছেন তাদের অবশ্যই ফেরত দিতে হবে। ইংরেজি তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ হবে।