সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪০ টা’কা দা’ম কমিয়ে দি’লো মোদি সরকার, স্ব’স্তি দেশবাসীর

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আরও একবার স্বাভাবিক হতে চলেছিলো রেল পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন সাধারন মানুষ। রেল পরিষেবা পুনরায় শুরু হতে আবারো একটি নতুন সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে, সেটি হল প্ল্যাটফর্মের টিকিট এর দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল রেল।

যদিও রেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। নিত্যযাত্রীদের প্লাটফর্ম টিকিট কাটতে হয়েছিল ১০ টাকার পরিবর্তে ৫০ টাকা দিয়ে। স্বাভাবিকভাবেই আকাশছোঁয়া এই দাম দিতে নারাজ ছিলেন বহু মানুষ।

Platform tickets price update maharashtra central railway announces to  revert platform ticket price - Platform tickets price update: मध्य रेलवे का  बड़ा फैसला, इन रेलवे स्टेशनों पर घटाए प्लेटफॉर्म ...

অবশেষে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে আরো একবার পুরনো মূল্য ফিরে যাবার সিদ্ধান্ত নিতে চলেছে রেল। এবার থেকে আগের মতোই ১০ টাকায় পাওয়া যাবে প্লাটফর্ম টিকিট। আজ এই বিবৃতি দিয়ে এই খবর জানালেন রেল। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন সাধারণ নিত্যযাত্রী।