সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফ্লাইটের টিকিট মূল্য মাত্র ১৪০০ টা’কা! অ’বা’ক করা অ’ফা’র দি’চ্ছে Indigo, দেখে নিন

করোনার ধাক্কা কিছুটা উঠে আর একবার সাধারণ জীবনে ফিরে আসছে সকলে। ট্রাম বাস সবকিছু এখন স্বাভাবিক। এবার পুরনো ছন্দ ফিরে পাওয়ার রাস্তায় হাঁটতে চলেছে ভারতীয় বিমান সংস্থাগুলি। ডোমেস্টিক রুটে বেশ কয়েকদিন হল বিমান যাত্রা অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করছে। যাত্রী সংখ্যা বেশ ভালোই। তবে ডবল ভ্যাক্সিনেশন দোষ যদি না হয় তাহলে অধিকাংশ রাজ্যে যেতে গেলে লাগছে কোভিদ নেগেটিভ rt-pcr রিপোর্ট। এই অবস্থায় ইন্দিগো সকলের জন্য নিয়ে এসেছে দারুন অফার। অনেক কম খরচের মধ্যে দেশের বিভিন্ন শহরে যাত্রা করার সুযোগ আনতে চলেছে ইন্ডিগো।

point-to-point কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি বিমানের টিকিটের ইন্ডিগোর এই অফার অত্যন্ত সুবিধাজনক এবং ভালো। মাত্র ১৪০০ টাকা থেকে শুরু হচ্ছে বিমানের টিকিট। ২ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে শিলং এবং ডিব্রুগড় এর মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চলাচল। এই বিমানের টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৪০০ টাকা থেকে। ছোটখাটো যাত্রা করলে শুধুমাত্র ট্রেন নয়, বিমান পরিবহন যাতায়াত করতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে এবং আপনার যাত্রা অনেকাংশে সুবিধাজনক হবে।

ট্রেনে শিলং থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত সময় লাগে প্রায় অর্ধেক দিন। সেখানে বিমানে যেতে সময় লাগবে মাত্র ৭৫ মিনিট। তাই হিন্দি করেই অফার স্বাভাবিকভাবেই লাভজনক প্রত্যেক যাত্রীদের ক্ষেত্রে। চলুন জেনে নেওয়া যাক কোন রুটে বিমানের টিকিটের দাম কত।

জম্মু-লেহ- ১৮৫৪ টাকা।

লেহ-জম্মু- ২৯৪৬ টাকা।

ইনদওর- যোধপুর- ২৬৯৫ টাকা।

প্রয়াগরাজ- ইনদওর- ২৭৩৫ টাকা।

ইনদওর- প্রয়াগরাজ- ৩৬৩৭ টাকা।

লখনউ-নাগপুর- ৩৪৭৩ টাকা।

নাগপুর- লখনউ- ৩৪৭৩ টাকা।