সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোবাইল রিচার্জে কি অতিরিক্ত টা’কা কে’টে নি’চ্ছে? একটু সচেতন হ’ন এবার

সম্প্রতি প্রকাশে এসেছে মোবাইল ফোনের কানেকশন রিচার্জে অতিরিক্ত টাকা কাটার ব্যাপার টা। ডিজিটাল পেমেন্ট অ্যাপ পেটিএম এবং ফোনপে থেকে মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট করলে হয়ে যান সাবধান, নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ।

বিপুল পরিমাণ অতিরিক্ত চার্জ পেটিএম এবং ফোনপে থেকে মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট করার জন্য সারচার্জ বা প্ল্যাটফর্ম ফি বা সুবিধা ফি-এর নামে নেওয়া হচ্ছে।

মোবাইল রিচার্জের জন্য ১ থেকে ২ টাকা প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছে PhonePe। UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং PhonePe ওয়ালেটের মতো সমস্ত পেমেন্ট মোডে রিচার্জ বা বিল পেমেন্ট করার জন্য নেওয়া হচ্ছে এই অতিরিক্ত চার্জ।

আরো পড়ুন: শারীরিক অসু’স্থ’তা’র উ’ল্লে’খ করে আবেদন, আদালতের নি’র্দে’শে SSKM-এর প’থে মন্ত্রীমশাই

১০০ টাকার মোবাইল রিচার্জ করার জন্য দিতে হচ্ছে ১০১ টাকা। এই ১ টাকা প্ল্যাটফর্ম ফি হিসেবে নিচ্ছে কোম্পানি। কিছু সময়ের ধরে মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টের জন্য সারচার্জ নেওয়া শুরু করেছে Paytm। মোবাইল রিচার্জের জন্য নেওয়া হচ্ছে ১ থেকে ৬ টাকা।

ইউপিআই, পেটিএম ওয়ালেট ব্যালেন্স, পেটিএম পোস্টপেইড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মতো সমস্ত পেমেন্ট মোডে রিচার্জ বা বিল পেমেন্ট করার জন্য নেওয়া হচ্ছে এই সারচার্জ। তবে এই সারচার্জ সব ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে না।