সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট ঝা’মে’লা’য় পড়লো মোবাইল নির্মাণকারী সংস্থা Xiaomi, ৫৫৫১ কোটি টা’কা বাজেয়াপ্ত

বর্তমানে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি পড়ে গেছে বিপাকে, কারণ ভারতীয় সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেনের বাবদ প্রায় কয়েক কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে যে বৈদেশিক মুদ্রাকে বিনিময় করেছেন তারা আইনকে উপেক্ষা করে যার কারণে এই কোম্পানির বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ।

চিনার এই সংস্থা ভারতে এমআই ব্র্যান্ড এর ফোন বিক্রি করেন শাওমি ইন্ডিয়া নামে। জানা গেছে যে এই সংস্থায় অ্যাকাউন্ট থেকে প্রায় ৫৫৫১.২৭ কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই তদন্ত শুরু হয় এই সংস্থার বিরুদ্ধে্।

অভিযোগ আসে এই সংস্থার মাধ্যমে বিদেশে টাকা সরানোর কারবার করা হয়। এই কোম্পানি ভারতে প্রথম তার ব্যবসা শুরু করেছিল ২০১৪ সালে এবং তারপর থেকেই বৈদেশিক টাকার লেনদেন তারা চুপিসারে করতে থাকে ।

আরো পড়ুন: দুর্দান্ত স্কি’ম LIC-র, ১০০ টা’কা বিনিয়োগে পে’তে পারেন ১৫ লক্ষ টা’কা

বর্তমান সময় পর্যন্ত ৫৫৫১.২৭ কোটি টাকা ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে এই কোম্পানি। ভারতের এই চিনা কোম্পানি বহুদিন ধরে প্রচুর পরিমাণে অর্থ চিনের প্রধান সংস্থার নির্দেশ অনুযায়ী পাচার করা করছে। এছাড়াও আমেরিকার আরও দুটি সংস্থাকেউ এই টাকা পাঠানো হয়েছে।

ভারতের শাওমি ইন্ডিয়া সংস্থাটি বিদেশের তিনটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে প্রচুর টাকা পাঠিয়েছে তবে সেই অনুযায়ী কোনো ভালো পরিষেবা শাওমি ইন্ডিয়া পায়নি। ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বিদেশে যখন টাকা পাচার করা হতো সে সময় ব্যাঙ্কগুলিকে একেবারেই ভুল তথ্য দেওয়া হতো।