সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ক’র্মী ছাঁটাইয়ের প’থে! চাকরি হা’রা’তে পারেন কয়েক হাজার কর্মী

এবার ফেসবুকও টুইটারের পথ বেছে নিল বলেই জানা যাচ্ছে। কারণ ফেসবুকও নাকি তাদের কর্মী ছাটাই করতে চলেছে। ইতিমধ্যেই টুইটার তাদের ৫০% কর্মী ছাটাই করেছে। এবার বিশ্বের বৃহত্তম স্যোশাল মিডিয়া সংস্থাও একই কাজ করবে বলেই জানা যাচ্ছে। চলতি সপ্তাহেই কর্মী ছাটাই শুরু হবে বলে জানা যাচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে রবিবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের বুধবার থেকেই ফেসবুক তাদের কর্মী ছাটাই শুরু করবে। তবে অবশ্য মার্ক জুকারবার্গ কিংবা মেটার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি এখনও। আসলে মেটার শেয়ারে নাকি বিরাট পতন ঘটেছে।

আসলে টিক টকের মতো সংস্থার কাছ থেকে বিপুল প্রতিযোগিতা, সাথে অ্যাপেলের মতো সংস্থার কাছ থেকে গ্রাহকদের গোপনীয়তা বিষয়ে ধাক্কা সব মিলিয়ে অনেকটাই চাপে আছে জুকার বার্গের সংস্থা। তাই এবার মেটা ঘুরে দাড়াতে চাইছে। ইতিমধ্যেই তাই তারা সিদ্ধান্ত নিয়েছে কর্মী ছাটাইয়ের।

আরো পড়ুন: কার্তিক পূর্ণিমায় এই নিয়মগু’লো মানুন, জীবনে স’মৃ’দ্ধি আসবে

চলতি বছরেই ৩০% কর্মী বিশেষ করে ইঞ্জিনিয়ার ৩০% এর কম নিয়োগের পরিকল্পনা করেছিল। আর অর্থনৈতিক মন্দার কথা কর্মীদের জানিয়েছিল সংস্থা, কিন্তু এবারেও কোনো সমাধান হল না। তাই শেষ পর্যন্ত টুইটারের মতো মেটাও কর্মী ছাটাইয়ের পথকেই বেছে নিল।