সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারত ও চীনের মধ্যে সামরিক পর্যায়ে বৈ’ঠ’ক, কি নিয়ে আলোচনা হ’লো?

সাম্প্রতিক অতীতে চীন এবং ভারতের মধ্যে আকাশ সীমা লঙ্ঘন নিয়ে নানা অভিযোগ উঠেছে। প্রধানত চীনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে ভারত। পূর্ব লাদাখের চুসুল মলডো সীমান্তে সামরিক আলোচনার আয়োজন করা হয়। গত মঙ্গলবার এই বৈঠকের আয়োজন করা হয়।

বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে খবর ১ মাস ধরে পূর্ব লাদাখ সেক্টরের কাছে চীনের একাধিক উড়ন্ত যানের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ভারতের তরফ থেকে এই নিয়ে বারবার আপত্তি তোলা হয়েছিল।

এই ধরনের উস্কানিমূলক কাজ বন্ধ করার কথা বলা হয়েছে উক্ত বৈঠকে। ভারতীয় বায়ুসেনা সামরিক বাহিনীর আধিকারিকেরা এই আলোচনাতে অংশ নিয়েছিলেন। চীনের পি এল এর তরফ থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে।

আরো পড়ুন: রাজ্যে সরকারি ছুটি নিয়ে ব’ড়ো ঘোষণা নবান্নের

ভারতীয় সেনার তরফ থেকে মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকও উপস্থিত ছিলেন। সম্প্রতি বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বলেছেন চীনের রিমোট নিয়ন্ত্রিত এয়ারক্রাফট ভারতের কাছাকাছি আসতেই ভারতীয় ফাইটাররা তার জবাব দিতে তৈরি থাকেন।

আগামী দিনেও এই নিয়ে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। চীনের পক্ষ সীমান্ত সংক্রান্ত ব্যাপারে আলোচনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এদিকে চীন দাবি করেছে তিব্বতের চীনের আওতায় থাকা এলাকাতে চীনের এয়ারক্রাফট কি করছে সেটাও জেনে ফেলছে ভারতীয় বায়ুসেনা।