সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পায়রার মুখওয়ালা মা’ছ দেখে হ’ত’বা’ক সকলেই, দেখুন ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া এক অদ্ভুত রকমের জায়গা হয়ে উঠেছে, সেখানে শুধুমাত্র মানুষ নয় বিভিন্ন রকম প্রাণীদেরও ভাইরাল ভিডিও হচ্ছে। আজকাল সে রকম ই একটি ভিডিও কে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে। ঘটনাটি ঘটেছে চীনে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে, এক মৎস্যজীবী মাছ শিকার করতে গিয়ে এক অদ্ভুত রকমের মাছের সন্ধান পেয়েছেন, যে মাছটির মাথা দেখতে প্রায় পায়রার মাথার মতো।

ঘটনাটি ঘটেছে ৫ ই জুন, তবে মনে করা হচ্ছে মাছটি রুই প্রজাতির এবং স্বচ্ছ পানির মাছ। এই ধরনের মাছ সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকাতেই পাওয়া যায় কিন্তু হঠাৎ চীনে এ ধরনের মাছ পাওয়া যথেষ্ট সৌভাগ্যের ব্যাপার। তবে যে মৎস্যজীবী এই মাছটিকে শিকার করেছিলেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাছটিকে আবার পানিতে ছেড়ে দেন। তবে সে অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানকার মানুষজন মাছটির ফটো ও ভিডিও মোবাইল বন্দী করে ফেলেন এবং তা সোশ্যাল মিডিয়াতেও দেয়, যা দেখে সোশ্যাল নেটওয়ার্ক প্রেমীরা হতবাক।

এ ধরনের অভিজ্ঞতা তাঁদের এর আগে হয়নি, তবে এর আগেও চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে এরকম অস্বাভাবিক ৩০ টি নতুন সামুদ্রিক প্রাণীর সন্ধান পাওয়া গেছিল। তার মধ্যে একটি হল রেটফিশ যার কানের আকারও বৃহৎ এবং চোখ থাকলেও তারা অন্ধ। এ ধরনের প্রাণী এর আগে কখনো পাওয়া যায়নি, তবে এই অদ্ভুত ধরণের প্রাণীর সন্ধান পেয়ে সোশ্যাল প্রেমীরাও যথেষ্টই আপ্লুত। এককথায় বলা যায় সোশ্যাল মিডিয়া দিন দিন এক জাদুঘরে পরিণত হচ্ছে, সেখানে এমন এমন বিষয় উঠে আসছে যা আমাদের কল্পনাতীত।