সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাইলেজ ৮৪ কিমি প্র’তি লিটার, শুধু ৭ হাজার টা’কা’য় নিয়ে আ’সু’ন নতুন বাইক

নতুন বছরের শুরুতেই নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন যারা তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ দিচ্ছে বাজাজ প্লাটিনা 110। বাজাজ এর তরফ থেকে দাবি করা হয়েছে তাদের সর্বাধিক বিক্রিত গাড়িগুলোর মধ্যে অন্যতম হলো এই মডেলের গাড়ি। এই বাইকটি কিনতে 63,366 টাকা খরচ করতে হবে। তবে বর্তমানে বাজারে অফারে মাত্র 7 হাজার টাকা দিয়ে বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।

মাত্র 7 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই নতুন বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন। ইএমআইতে এই বাইক কিনলে খরচ হবে 68 হাজার 912 টাকা। বাইক কিনতে গেলে ডাউন পেমেন্ট করতে হবে 7657 টাকা। প্রতিমাসে ইএমআই দিতে হচ্ছে 2459 টাকা। 36 মাসের মেয়াদে এই লোন পাওয়া যেতে পারে। সুদের হার থাকবে 9.7 শতাংশ।

Bajaj Platina 110 With ABS Launched in India at Rs 65,920, Safest  Motorcycle in Segment

এই বাইক কিনতে চাইলে ডাউন পেমেন্ট করে বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন। বাইকের মাইলেজ ফিচার স্পেসিফিকেশন দুর্দান্ত। এবিএস সিস্টেমে চলে এই বাইক। কেবলমাত্র একটি ভেরিয়েন্টে গাড়ি লঞ্চ করা হয়েছে। বাইকের ইঞ্জিন এবং পাওয়ার সম্পর্কে বলতে গেলে বলতে হয় এতে 115.45 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।

Bajaj Platina 110 Price, Images, Mileage & Reviews

গাড়ির সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। ঘন্টায় 84 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক। এয়ার কুলড পদ্ধতিতে চলে ইঞ্জিন। বাইকের ইঞ্জিনটি 8.6 পিএস পাওয়ার এবং 9.81 পিক টর্ক উৎপন্ন করতে পারে।