সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাতের বেলায় বিক্রান্তে সফ্ট ল্যা’ন্ড করলো মিগ-২৯ বিমান, ব’ড়ো সা’ফ’ল্য নৌসেনার

বিশ্বে নিজের প্রভাব বিস্তার করতে ভারত উত্তরোত্তর নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলছে। এবার ভারতীয় নৌবাহিনীর সাফল্যের পালকে যুক্ত হল আরও একটি নতুন পালক। রাতের অন্ধকারে যুদ্ধ জাহাজে সফল অবতরণ করল যুদ্ধবিমান। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ঘটনা।

ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ গুলির মধ্যে সবথেকে বড় আইএনএস বিক্রান্ত। ২০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৫ হাজার টনের এই জাহাজ। এটি ২৬২ মিটার দীর্ঘ, ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উঁচু।

অত্যাধুনিক সবরকমের সুযোগ সুবিধা রয়েছে এতে। ২০২১ সালের অগস্ট মাসে ‘সি ট্রায়াল’ শুরু হয় এই যুদ্ধ জাহাজের। এর পর গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে একে ভারতীয় নৌসেনায় যুক্ত করেন।

সম্প্রতি, রাতের অন্ধকারে এই যুদ্ধ জাহাজে সফল ভাবে অবতরণ করে মিগ-২৯কে যুদ্ধবিমান। নব্বইয়ের দশকে এই যুদ্ধবিমান গুলিকে ভারতীয় সামরিক বাহিনীতে যোগ করা হয়।

ঘণ্টায় আড়াইশো কিলোমিটার গতিতে অবতরণকারী মিগ-২৯ যুদ্ধবিমান মাত্র মাত্র আড়াই সেকেন্ডের মধ্যেই স্থির হয়ে যায়।  ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ এর মাধ্যমেই এই ল্যান্ডিং করানো হয়। রাতের অন্ধকারে এই অসাধ্য সাধন যুদ্ধক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।