সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গা পুজোয় বি’ভি’ন্ন স্থা’নে বিভিন্ন রী’তি, এখানে অষ্টমীতে পুরুষরা শাড়ি পরে না’চ করেন

অনেক পুজোই তো রয়েছে যেগুলোর নিয়ম আচার একেবারেই আলাদা। বিশেষ করে বাঙালীর শ্রেষ্ঠ উতসব দূর্গাপূজার কথাই যদি বলা যায়, তাহলেই দেখা যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, কিন্তু দেবী কিন্তু একজনই।

এমনই এক দূর্গাপূজার কথা উঠে আসল সম্প্রতি যেখানে কিনা একেবারেই পৃথক আচার অনুষ্ঠান, কারণ ২০০ বছরের প্রচলিত একটি বিশ্বাস যেখানে কিনা এক মহিলা পুরুষদের অভিশাপ দিয়েছে, তার প্রায়শ্চিত্ত নাকি এখনও করেছে তারা।

আর এই প্রায়শ্চিত্ত করে চলেছে পুরুষেরা, সদু মাতার মন্দিরে পুরুষেরা নাকি শাড়ি পরে এসে গরবা করেন। তবে এমন অভিশাপের কারণ কি? তার কোনো নির্দিষ্ট কারণ জানা যায় নি। আসলে বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন কথা শোনা যায়।

আরো পড়ুন: ব’ড়ো কিছু ঘো’ষ’ণা করতে পারে RBI! কি প্র’ভা’ব পড়বে আপনার উ’প’রে?

প্রতি বছর নাকি পুরুষেরা শাড়ি পরে গরবা করেন ও ক্ষমা প্রার্থনা করেন। পশ্চিমবঙ্গ বাদে এই দূর্গাপূজোর সময় দেশের প্রায় সব জায়গায় নবরাত্রি পালন হচ্ছে। আমাদের এখানে যেমন দূর্গাপূজার সময় ধুনুচি নাচ করা হয়, তেমনই গুজরাটে গরবা নাচের মাধ্যমে দূর্গার আরাধনা করা হয়।

এটি সেখানকার একটি লোকনৃত্য, সেখানে মহিলারা ও পুরুষেরা সবাই মিলে গরবা নৃত্যে মেতে ওঠে। পুরুষদের আলাদা পোশাক রয়েছে, কিন্তু ২০০ বছরের অভিশাপ কাটানোর জন্য প্রতি বছর সদু মাতার মন্দিরে পুরুষেরা শাড়ি পরে গরবা নাচে মেতে ওঠে, অষ্টমীর রাতে পুরুষেরা এই নিয়ম পালন করেন।