সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেসির জন্ম না’কি অসমে! টুইট করে বি’ত’র্কে জড়ালেন কংগ্রেস সাংসদ

আর্জেন্টিনা প্রায় ৩৬ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অবশেষে দুর্দান্ত লড়াই করার পর জয় হয়েছে মেসির বিশ্বকাপ জয়ের আনন্দে মেসিতে মজেছে গোটা দুনিয়া। বর্তমানে মেসির ভক্তদের উপচে পড়া শুভেচ্ছা বার্তা দেখা যাচ্ছে সমাজমাধ্যম গুলিতে। তবে সেরকমই একজন কংগ্রেস সংসদ আব্দুল খালেক টুইট করে বিতর্কে জড়িয়েছেন।

টুইট করে তিনি দাবি করেছেন যে, মেসির জন্ম নাকি অসমে। অসমের বরপেটা কেন্দ্রের সংসদ মেসিকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন এবং যেখানে তিনি লেখেন,” আমরা তোমার অসম যোগের জন্য গর্বিত। এরপর মেসির অসম যোগ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহার কারী, সেখানে সংসদ বলেন, মেসির অসমে জন্ম হয়েছে।

কিন্তু বাস্তবে মেসির জন্ম হয়েছে আর্জেন্টিনার রোসারিওতে। এই টুইট প্রকাশ্যে আসার পরেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই শুরু হয়ে যায়। এরপরেই সেই সংসদ ভুল করেছে ভেবে সেই টুইটটি ডিলিট করে দেন, তবে বিতর্ক এখনো পর্যন্ত তাকে ঘিরে থামেনি।

আরো খবর: দর্শকদের ধন্যবাদ জা’না’তে মা’ঝ আকাশে বিমান থে’কে ঝাঁ’প টম ক্রুজের, রইলো ভিডিও

অনেকেই ওই সংসদের প্রতি সরব হয়েছেন যে কেন মেসি সম্পর্কে এমন ভুল ধারণা সবার মধ্যে জন্মাচ্ছেন। ইতিমধ্যেই টুইটার গিরে ট্রোলিং শুরু হয়ে গেছে, সেই সাংসদকে নিয়ে কেউ কেউ বলেন,” মেসি তো আমার সহপাঠী ছিলেন”, আবার কেউ লেখেন, “বিশ্বকাপের পর মেসি এবং তাঁর স্ত্রী অসমে চলে আসবে।”