সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল ও ডিজেলকে কেনো GST-এর আওতায় আ’না হচ্ছে না? কারণ জা’ন’তে চাইলো হাইকোর্ট

পেট্রোপণ্যের দাম দিন প্রতিদিন বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে মোদি সরকারের আমলে পেট্রোপণ্য ছাড়া বাকি আর প্রায় সব সামগ্রীকেই জিএসটির আওতায় আনা হয়েছে। এমতাবস্থায় পেট্রোপণ্যকে কেন এখনও জিএসটির আওতায় আনা হলো না সেই নিয়ে প্রশ্ন তুললো কেরালা হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে এর কারণ জানতে চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতি মণিকুমারের ডিভিশন বেঞ্চে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেখানে বলা হয় দেশের প্রতিটি রাজ্যের করকাঠামো আলাদা আলাদা। তাই পেট্রোপণ্যের দামও আলাদা আলাদা। এই নিয়মে বদল এনে পেট্রোপণ্যের দাম সব রাজ্যে এক করার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে।

পেট্রল ও ডিজেলের দামের প্রায় ৬০ শতাংশ কেন্দ্র ও রাজ্য কর হিসেবে নিচ্ছে বলেও জানানো হয়েছে এই আবেদনে। জিএসটি-র আওতায় এলে সর্বোচ্চ ২৮ শতাংশ কর নেওয়া যাবে বলে আবেদন জানানো হয়েছে সেখানে। এতে দাম অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। সাধারণের সুবিধার্থে এই নিয়ম চালু করা উচিত বলে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত এর আগেও অবশ্য হাইকোর্টে এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে সেবার মামলায় কিছু ত্রুটি থেকে যাওয়ার কারণে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। সেসময় রাজ্য এবং কেন্দ্রীয় যৌথভাবে দাবি করেছিল পেট্রোপণ্যের দাম কত হবে তা দেশের বিচার ব্যবস্থা ঠিক করে দিতে পারে না। আদালতের রায় কেন্দ্র এবং রাজ্যের পক্ষেই গিয়েছিল।