সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো তরতড়িয়ে না’ম’বে পারদ, জানুন বাংলার আবহাওয়ার কি পরিবর্তন ঘ’ট’বে

আজ সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় সামান্য কুয়াশা দেখা গিয়েছে। সঙ্গে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অনেক শহরেই ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে দিয়েছে।

আবহাওয়া দফতরের তরফ থেকে বাংলার কোথাও আপাতত বেশি শীতের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। ভোরে কুয়াশা দেখা দেবে।

এছাড়াও আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের আমেজ অনুভূত হবে।