Home অফবিট যাত্রী হিসেবে কত কেজি পর্যন্ত লাগেজ ট্রেনে নি’য়ে ও’ঠা যায়? জরিমানা কত...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রী হিসেবে কত কেজি পর্যন্ত লাগেজ ট্রেনে নি’য়ে ও’ঠা যায়? জরিমানা কত হ’তে পা’রে?

ট্রেনের মতো সহজ এবং সাশ্রয়পূর্ণ যাত্রা আর কোনো যানবাহনেই নেই বোধ হয়। বিশেষত দেশের মধ্যেই দূরে কোথাও যাওয়ার কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে ট্রেনের জুড়ি সত্যিই মেলা ভার। বিমানে যাত্রা করলে সময় বাঁচে ঠিকই তবে সেখানে দুটি প্রধান সমস্যা রয়েছে। প্রথমত বিমানে বেশি লাগেজ ক্যারি করা যায় না, দ্বিতীয়ত ভীষণই খরচ সাপেক্ষ। এদিকে ট্রেনে এসব কোনো ঝামেলা নেই।

কথায় আছে, মানুষ যত পায়, তত চায়। তাই এতদিন ধরে এই পরিষেবার অপব্যবহার করে যে যেভাবে পেরেছে ট্রেন বোঝাই করে লাগেজ নিয়ে গেছে। কিন্তু এবার থেকে আর সেই সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না। এবার সেই নিয়মে পরিবর্তন আনতে চলেছে রেল। ট্রেনের ভিতরে একগাদা বড় বড় ব্যাগ আর তোলা যাবে না এমনই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বিমানের মতো এবার থেকে লাগেজ বহনের ক্ষেত্রে সীমা নির্ধারণ করছে রেল কর্তৃপক্ষ। এতদিন এক একজন যাত্রীর লাগেজের ঠেলায় অনেকে ট্রেনে ঠিক মতো উঠতে পারতেন না। কিন্তু এবার ট্রেনে কোচের ভিতরে নির্ধারিত পরিমান লাগেজ নিয়ে যাওয়ার নিয়ম করা হচ্ছে।

লাগেজ নিয়ে যাওয়ার সীমা বিভিন্ন কোচে ভিন্ন ভিন্ন রাখা হবে বলে খবর। যেমন স্লিপার ক্লাসের জন্য ৪০ কেজি পর্যন্ত বহন করা সম্ভব। AC 2 Tier এর যাত্রীরা ৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। AC 1 Tier এর যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে সক্ষম। আর লাগেজ বহনের সীমা অতিক্রম করলে মোটা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।