সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রেমিকার ম’ন পে’তে এই ভুলগুলো সবসময় ক’রে থাকেন পুরুষরা, স’ম্প’র্ক ভা’ঙে অচিরেই

পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা একা একা বেচেঁ থাকেন। বেশিরভাগ মানুষই তার জীবনে একজন সঙ্গী চান। যার সাথে সারাদিনের সমস্ত গল্প করতে পারেন, অসময়ে যার ভরসার হাত টা সব সময় সাথে থাকে। আর তাই নিজেদের পছন্দ অনুযায়ী মানুষ নিজের প্রিয় মানুষটিকে বেছে নেন। কিন্তু সবাই সব সম্পর্ককে ধরে রাখতে পারে না।

আর জোর করে ধরে রাখতে বা চালাকি করে ধরে রাখতে গিয়ে এমন এমন ভুল করে বসে যে সেই সম্পর্ক আরোই ভেঙে যায়। আজ এই প্রতিবেদনে সেই ভুল গুলো নিয়েই আলোচনা করা হবে। আসুন দেখে নেওয়া যাক কোন ভুল গুলো একেবারেই করা উচিত নয়।

১. মিথ্যে কথা বলা :- অনেকেই এমন আছেন যারা নিজের সঙ্গীকে সামলে রাখার জন্য চট করেই একটা মিথ্যে কথা বলে দেন, ভাবেন এতে সমস্যা মিটলো। কিন্তু এরকম ভাবনা সম্পূর্ন ভুল। আপনার প্রেয়সী যখনই সত্যিটা জানতে পারবে তখনই আপনার প্রতি চূড়ান্ত বিরক্ত হবে, আপনাকে বিশ্বাস করতেই আর পারবে না। তাই এরকম ভুল কখনই করা উচিত নয়। সত্যি যত কঠিনই হোক সব সময় সত্যি কথা বলা উচিত। এতে সম্পর্ক ভালো থাকে।

আরো পড়ুন: নিজের পি’ছ’নে কা’ম’ড় খাওয়াতে চা’ন সলমন! কেন ভাইজান এমন দা’বি করলেন?

২. ওভারস্মার্ট হবেন না :- এরকম অনেক ব্যাক্তিই আছেন যারা নিজেদেরকে স্মার্ট দেখতে গিয়ে সব লেভেল পেরিয়ে যান। অর্থাৎ তারা ভাবেন এতে তাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হচ্ছে তাদের প্রেমিকার কাছে। কিন্তু মেয়েরা এই ওভারস্মার্ট জিনিসটা একেবারেই পছন্দ করেন না। এমনকী আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভুল ভাবতে পারেন। এবার থেকে তাই অহেতুক উপরচালাকি করার চেষ্টা করবেন না। বরং আপনি যা, সেইটুকুই দেখান। এতেই সম্পর্ক ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন।

৩. কোনো অনুষ্ঠান হলেই দামী গিফট দেওয়ার চেষ্টা করা :- অনেকেই গালফ্রেন্ডের মন রাখার জন্য নিজের আয়ত্তের বাইরে গিয়ে দামী গিফট দিয়ে থাকেন। কিন্তু আপনার এই কাজে অনেকেই হয়তো ভালোবাসা দেখবে আবার অনেকেই এরকমও ভাবতে পারে যে, আপনার কষ্ট হোক। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়টা মাথায় রেখে কাজ করুন।

৪. নিজেকে কষ্ট দেওয়া :- অনেকেরই একটা সমস্যা হলো নিজের সমস্যা গুলো একে ওপরের সাথে ডিসকাস করতে চায় না। এতে নিজের ভিতরে থাকা কষ্ট গুলো বাড়ে। আর ওপর মানুষটি যখন এটা বুঝবেন তার অবশ্যই ব্যাপারটা ভালো লাগবে না। তার মনে হতে পারে এভাবে সম্পর্কটা এগোনো যাবে না। সে ব্রেকআপ চাইতে পারে। কারণ আপনি ভালো নেই। তাই নিজের সমস্যা গুলো অবশ্যই ডিসকাস করুন। এতে দুজনেই দুজনার প্রতি বন্ডিং আরো স্ট্রং হবে।