সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

GST নি’য়ে আইন তৈরিতে কেন্দ্র-রাজ্যের সমান অধিকার, জা’না’লো সুপ্রিম কোর্ট

এবার জি এস টি নিয়ে বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট। এবার দেশের শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে জি এস টি আইন গড়ার ক্ষেত্রে কেন্দ্রের সাথে রাজ্যেরও সমান অধিকার রয়েছে।

জি এসটি সুপারিশ মানতে কোনো রাজ্য সরকার ও কেন্দ্র কোনোমতেই বাধ্য নয়। তবে হ্যা এটা মাথায় রাখতেই হবে এর রয়েছে একটি প্রেরক মূল্য। এই রায় দিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

জি এসটি নিয়ে কেন্দ্রের ও রাজ্যের সমান অধিকার রয়েছে। তবে এই জি এসটি ইস্যুতে যাতে সামঞ্জস্যপূর্ণ কাজ হয় সেইদিকে নজর দেওয়ার কথা বলে হয়েছে। এর আগে বহুবার বহুক্ষেত্রে জি এসটি ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত হতে দেখা গেছে।

আরো পড়ুন: DA মামলায় জ’য় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা, ব’ড়ো ধা’ক্কা খেলো রাজ্য

তাই এবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে সর্বদা একার কাছেই ক্ষমতার বেশী কেন্দ্রীভবন থাকবে সেটা কিন্তু নয়। ২০২০ সালের একটি মামাওলার রায় দেওয়া হল।

গুজরাটের হাইকোর্টের একটি মামলার নিরিখে এই রায়। মোহিত মিনারেলস প্রাইভেট লিমিটেড বনাম কেন্দ্র সরকারের সেই মামলার প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তবে সেই সময়ে শিয়ান ফ্রেটে আইজিএসটির লেভি সংক্রান্ত মামলায় একটি রায় দিয়েছিল গুজরাত হাইকোর্ট।