সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাপ্পি লাহিড়ী প্র’য়া’ত হওয়ার পরেই শি’রো’না’মে “অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া”, কি এই রো’গ?

কিছুদিন আগেই ভারতীয় সংগীতজগতের একজন খুব দামী সুরকার বাপ্পি লাহিড়ী, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার মৃত্যুর কারণ ডাক্তাররা জানিয়েছেন, ঘুমের মধ্যে অক্সিজেনের অভাব যেটা কিনা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) । সাধারণ মানুষ এমনি ঘুমিয়ে আছে হঠাৎ করে ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যেতে পারে।

মোটকথা ঘুমের মধ্যে শ্বাস নালীতে অক্সিজেনের অভাব বোধ করায় এই রোগের মূল কারণ। যার ফলে এই ব্যক্তির সহজেই হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয় ঘুমের মধ্যেই। এটি একটি এমন রোগ, যা নিয়ে অনেকেই আমরা অবগত নই। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু এই রোগের চিকিৎসা খুবই কম হয় পৃথিবীতে।

মানুষ যদি রোগ সম্পর্কে ঠিকমত না জানে, তাহলে তার চিকিৎসা করানো বা করা খুবই কঠিন কাজ। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই এই রোগে আক্রান্ত হন। কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয় না এই রোগটিকে। যার কারণেই অজান্তে ঘুমের মধ্যে মৃত্যু নেমে আসে মানুষের।

আরো পড়ুন: এবছর উচ্চ মাধ্যমিক দেবেন? কি কি নিয়ম মা’ন’তে হ’বে? জেনে নিন

আমরা জোড়ে নাক ডাকা নিয়ে অনেক সময় হাসি ঠাট্টা করে থাকি, এই জোরে নাক ডাকাই কিন্তু রোগের একটি লক্ষণ। নাক ডাকার মাঝে বিরতি নিয়ে জোরে শব্দ করে ধড়ফড়িয়ে উঠে শ্বাস নিতে থাকার এই সমস্যাই প্রধান কারণ রোগটির।

ঘুমের মধ্যে ধড়ফড়িয়ে উঠে বসা, গলা শুকিয়ে যাওয়া সব কিছুই এই রোগের লক্ষণ। তাছাড়া শ্বাসনালী ব্লক হয়ে যাওয়ার পেছনে কারণ রয়েছে ঘুমের সময় মাঝে মাঝেই গলা ও উপরের শ্বাসনালীর পেশী শিথিল হয়ে যায়।

তিনি অবশ্য অনেকেই অনেক মত জানিয়েছেন তবে সাকেতের ম্যাক্স হাসপাতালের ব্রঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ নবীন কিশোর জানান, “এই রোগটি বিশেষ করে লক্ষ্য করা যায় স্থূল পুরুষদের মধ্যে।

তবে মহিলাদের ক্ষেত্রে এই রোগ তেমন ভাবে লক্ষ্য করা যায় না। একজন স্থূল ব্যক্তির ক্ষেত্রে স্বরযন্ত্র ও গলবিলের ওপরে চর্বি জমে শ্বাসনালী সহজেই বন্ধ করে দিতে পারে।

আর ঠিক এরপর থেকেই ঘুমের মধ্যেই পেশীগুলি শিথিল হতে শুরু করে। অক্সিজেনের অভাব বোধ করে ও তখনই ঘটে মহাবিপদ। একবারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রক্তচাপ বৃদ্ধি করে, হৃদযন্ত্র বিকল হয়ে যায় তার সাথেই অন্যান্য বিপাকীয় রোগের সূত্রপাত ঘটে।