সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সকালে ঘুম থেকে উঠেই এইসব জি’নি’স দেখবেন না

অনেক সময় আমরা যে কাজ শুরু করি, তার সব কাজ সফল ভাবে শেষ করতে পারি না। অনেক কাজ মাঝপথেই গোলমাল হয়ে যায় বা সেই কাজে ভুল করে ফেলি আমরা। এর কারণ হিসেবে বলা যেতে পারে আমাদের সকালের কিছু খারাপ অভ্যেস।

সকালে উঠেই আমরা অনেকে এমন কয়েকটি কাজ করে ফেলি যা বাস্তুমতে সঠিক নয়। সেই কারণে সেই সব কাজের অশুভ প্রভাব সারাদিনে আমাদের সব কাজের ওপর পড়ে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সকালে উঠেই ঝাঁটা দেখতে নেই। খালি জলে যে কোন পাত্র সকালে উঠেই দেখতে নেই। এতে জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি পায় । সকালে উঠে ফ্রেশ হওয়ার আগে পর্যন্ত কারও সঙ্গে খুব একটা কথা বলতে নেই। ঘুম থেকে উঠেই নিজের মুখ আয়নায় দেখতে নেই।

সকালে ঘুম থেকে উঠে কিছু খাবার খাওয়া না পর্যন্ত কখনো ভিক্ষা দিতে নেই। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে মোবাইল ব্যবহার করা অত্যন্ত খারাপ।

উল্লেখ্য, আমাদের জীবনের কোন দিন কী ভাবে কাটবে তা আগে থেকে কেউই বলতে পারে না। ভাল মন্দ মিশিয়ে আমাদের জীবন। কোনও দিন ভাল কাটে আবার কোনও দিন মন্দ। তবে মনে করা হয় যে সকাল যদি মধুর হয় তবে সারা দিন হয় খুব সুন্দর।