সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খোঁ’জ মিললো “মেগা” মাকড়সার, মানুষের নখ ফুঁটো করে গে’ড়ে দে’য় বিষদাঁত, মাত্র ১৫ মিনিটে মৃ’ত্যু

এবার অস্ট্রেলিয়াতে মিললো এক ভয়ানক বিষাক্ত মাকড়সা। বৈজ্ঞানিকেরা তার নাম দিয়েছেন মেগা স্পাইডার। এটি নাকি এতটাই শক্তিশালী যে মানুষের নখও ফুটো করে দিতে পারে! বর্তমানে নিউ সাউথ ওয়েলসের অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কে রাখা আছে এই মাকড়সা। এই মাকড়সার বিষ থেকে এন্টিভেনাম ওষুধ তৈরি করা হয়।

Funnel Web Spider

এই মেগা স্পাইডারটি গত সপ্তাহে এক ব্যক্তি অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কে দান করে গিয়েছেন। মাকড়সাটিকে সিডনির সেন্ট্রাল কোস্ট থেকে ধরে এনেছিলেন ওই ব্যক্তি। অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কের জীববিজ্ঞানীরা মাকড়সাটির আকার দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন। মাকড়সাটি 0.4 থেকে 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তবে এর বিষদাঁত 2 সেন্টিমিটার থেকে 0.8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

Funnel Web Spider

এই পার্কের জীববিজ্ঞানী মাইকেল টেট জানিয়েছেন, তিনি 30 বছর কাজ করছেন এখানে। তবে এত বড় ফানেল ওয়েব স্পাইডার তিনি এর আগে দেখেননি। এ পর্যন্ত পৃথিবীতে এমন প্রজাতির চল্লিশটি মাকড়সা পাওয়া গিয়েছে। এই মাকড়সার কামড়ে 15 মিনিটে মৃত্যু নিশ্চিত। এদের চামড়া সাধারণত চকচকে হয় এবং এরা কম লোমযুক্ত হয়ে থাকে।

Funnel Web Spider

এরা ঠান্ডা এবং আর্দ্রতাসম্পন্ন এলাকাতে মাটির নিচে গর্ত করে বসবাস করে। গর্তের উপরে তারা জাল পেতে রাখে। কোনো শিকার জালে আটকে গেলে সঙ্গে সঙ্গে তারা শিকারকে আক্রমণ করে। তারপর শিকারের মৃত্যু হলে সেটিকে খেয়ে ফেলে। এই মাকড়সা পাওয়া গেলে তার বিষ বার করে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় মেলবোর্নের ল্যাবরেটরীতে। সেখানে অ্যান্টিভেনাম সিরাম তৈরি করা হয়।