সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রুশ হা’ম’লা’র মধ্যেই বি’য়ে করেছেন, হানিমুনের বদলে অ’স্ত্র হা’তে ইউক্রেনের নবদম্পতি

ইয়ারনা ও সাভিয়াতটসলাভও ইউক্রেনে যুদ্ধের আবহে St Michael’s Golden Domed Monastery-তে গাঁটছড়া বাঁধলেন। বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই এই নবদম্পতি দেশের সেনাবাহিনীতে সামিল হয়েছেন। লক্ষ্য একটাই, রুশ আগ্রাসনকে দমন করা।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নবদম্পতিকে ঘিরে চর্চা তুঙ্গে।

ছবিতে দেখা গিয়েছে, নবদম্পতির হাতে রয়েছে A’K’-‘4’7। তবে মুখ থেকে হাসি ম্লান হয়ে যায়নি। রুশ আক্রমণে ইউক্রেনের এই পরিস্থিতির মধ্যেই ইয়ারনা ও সাভিয়াতটসলাভের বিয়ে নজর কেড়েছে সব মহলে। A’K’-‘4’7 হাতে এই নবদম্পতি কী ভাবে রুশ আগ্রাসন মোকাবিলা করেন, সে দিকেই তাকিয়ে সকলে।

ইয়ারনা ও সাভিয়াতটসলাভও তিল তিল করে বিয়ে করার স্বপ্নে শান দিচ্ছিলেন। কিন্তু, যুদ্ধ যেন তাঁদের স্বাভাবিক জীবনটা এক লহমায় বদলে দিল। ইউক্রেনের দুই তরুণ-তরুণীর প্রেমপর্ব পেরিয়ে পরিণয়ের কাহিনী যেন রুপোলি পর্দার গল্প।

আরো পড়ুন: কখনো মাটিতে রাখবেন না এই মূল্যবান জিনিস গু’লো! অমঙ্গল ডে’কে আনবেন না সংসারে

দেশ যখন যুদ্ধে সামিল, তখন নতুন সংসার পাতার স্বপ্নে বিভোর হওয়া যুগলের সিদ্ধান্তে চোখ কপালে উঠতে বাধ্য। বোমা-যুদ্ধবিমানের বিকট শব্দ, রক্তরাঙা দেশের মাটি, চারদিকে শুধুই আতঙ্কের আবহ-এমন ভয়াল পরিস্থিতির মধ্যেই তাঁরা একে অপরের হাত শক্ত করে ধরেছেন সারাজীবনের জন্য। রীতি মেনে বিয়ে সেরেছেন ওই যুগল।