সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কখনো মাটিতে রাখবেন না এই মূল্যবান জিনিস গু’লো! অমঙ্গল ডে’কে আনবেন না সংসারে

সংসারে সুখ-শান্তি বজায় রাখার জন্য মানুষ কত কিই না করে। বিভিন্ন ধরণের নিয়ম পালনও করে থাকে। আর এ ধরণের নিয়ম প্রতিটি হিন্দু বাড়িতেই কমবেশি নিত্যদিন মেনে চলা হয়। কিন্তু নিয়ম নিষ্ঠাভরে এত পূজার্চনার পরেও অনেক সময় পরিবারে অশান্তি যেন পিছন ছাড়ে না।খেয়াল করে দেখবেন পুজোর সময় নিশ্চয়ই কিছু না কিছু ভুল করে ফেলেন যার জেরেই এরূপ অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় না।

তাই সেই ভুলগুলো চটজলটি আমাদের শুধরে নেওয়া উচিত। আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু জিনিস মাটিতে রেখে ফেলি, যা হয়তো বাস্তু অনুযায়ী কখনোই মাটিতে রাখতে নেই। আর তার নেতিবাচক প্রভাবের কারণেই হয়তো সংসারে নিত্যনৈমিত্তিক অশান্তি ভোগ করতে হয় আমাদের।

১) শালগ্রাম শিলা ও শিবলিঙ্গ: হিন্দু শাস্ত্রে শালগ্রামকে ভগবান বিষ্ণু এবং শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই ভুল করেও কখনও শালগ্রাম ও শিবলিঙ্গ মাটিতে রাখা উচিত নয়। অনেক সময় বাড়ির পূজার স্থান পরিষ্কার করতে গিয়ে মূর্তি মাটিতে রাখার মতো ভুল আমরা নিজেদের অজান্তেই করে ফেলি।

আরো পড়ুন: এ কেমন পোশাক পড়েছ? বু’ক কেনো খোলা? উষ্ণ ছবি পো’স্ট করে ক’টা’ক্ষে’র শি’কা’র অনামিকা

কিন্তু এ বিষয়ে সর্বদা খেয়াল রেখে ঠাকুর ঘর পরিষ্কার করার সময় শালগ্রাম ও শিবলিঙ্গকে ছোটো কাঠের চৌকির উপর রাখাই শ্রেয়। এগুলি মাটিতে রাখলে জীবনে অমঙ্গল ঘনিয়ে আসতে বাধ্য।

২) ধাতু ও পাথর: বিভিন্ন মূল্যবান রত্ন ও ধাতু যেমন – মুক্তো, হীরে, রুবি, সোনা এগুলি কখনোই সরাসরি মাটিতে রাখা ঠিক নয়। কারণ এই ধাতু ও রত্নের সাথে কোনও না কোনও গ্রহের সম্পর্ক আছে বলে মনে করা হয়।এগুলি সরাসরি মাটিতে রাখা এদের অপমান হয় বলে বিশ্বাস করা হয় যার কারণে আর্থিক সমস্যা এবং আরও অন্যান্য সমস্যা হতে পারে।

৩) ঝিনুক: সমুদ্র থেকে ঝিনুকের উৎপত্তি। তাই ঝিনুকের সাথে দেবী লক্ষ্মীর সম্পর্ক আছে বলে মনে করা হয়। যেহেতু মা লক্ষ্মীর পূজায় ঝিনুক ও কড়ি-এর বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এটি সরাসরি মাটিতে রাখার মতো ভুল করবেন না।

৪) শঙ্খ, প্রদীপ, যন্ত্র, ফুল: গীতায় উল্লেখ আছে যে, শঙ্খ, প্রদীপ, যন্ত্র, ফুল, তুলসী, জপমালা, কর্পূর, চন্দন, ফুলের মালা প্রভৃতি পূজা সংক্রান্ত জিনিসগুলি সরাসরি মাটির ওপর রাখা একেবারেই উচিত নয়। যেহেতু এগুলি সরাসরি পূজা বা অন্যান্য শুভ কাজে ব্যবহৃত হয়, তাই এগুলি মাটিতে রাখলে নানা প্রকার ক্ষতির সম্ভাবনা থাকে।