সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতা ব্যানার্জি গোয়াতে যে’তে’ই টমেটো-পেট্রোলের থে’কে স’স্তা বি’য়া’র!

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে ধুকছে ভারতবর্ষ। তবে গোয়াতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম উঠেছে চরমে। সেখানে এক কেজি পেট্রোল বা 1 কেজি টমেটোর তুলনায় এক কেজি বিয়ারের দাম সস্তা। 1 কেজি টমেটো এবং পেট্রোলের দাম যেখানে গোয়া কিংস পিলসনার পাওয়া যাচ্ছে প্রতি কেজি মাত্র 60 টাকা। শুধু টমেটো বা পেট্রোল নয়, অন্যান্য শাক সবজির দামও গোয়াতে আকাশছোঁয়া।

100 টাকা ছুঁয়েছে, সেখানে কিংফিশার বা টিউবর্গের 750 লিটার বোতলের দাম পড়ছে 85 টাকা! মদের তুলনায় বেশি দামের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। অসময়ের বৃষ্টিতে টমেটোর দাম বেড়েছে। টমেটো এবং পেট্রোলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। সেখানে রাজ্যে মদের দাম স্থিতিশীল। তবে কিছু টমেটো অবশ্য প্রতি কেজি 70 টাকায় পাওয়া যাচ্ছে।

গোয়াতে লিটার প্রতি পেট্রোলের দাম 96 টাকা। একইভাবে লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে 87 টাকা। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তেলের উপর যে কর আরোপ করেছে তাতে কার্যত পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার তেলের উপর বিশাল কর আরোপ করেছে। পেট্রোল এবং ডিজেলের খুচরা মূল্যের দ্বিগুণ দাম আরোপ করা হয়েছে। অপরপক্ষে গোয়াতে মদের উপর করের হার সবথেকে কম।

এই মুহূর্তে গোটা দেশের তুলনায় গোয়াতে মদের উপর করের হার সবথেকে কম। তবে এই রাজ্য সবজির জন্য প্রতিবেশী রাজ্যের উপর নির্ভরশীল। তাই বাইরে থেকে সবজি আনা-নেওয়া করতে নিত্য প্রয়োজনীয় সবজির দাম ক্রমাগত বাড়ছে। তাই এখন গোয়ার বাসিন্দারা বেজায় বিপাকে পড়েছেন।