সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চার-চারটি বাচ্চা নি’য়ে গৃহস্থের বাড়িতে অতিথি হ’য়ে এ’লো গন্ধগোকুল, চা’ঞ্চ’ল্য বর্ধমান জু’ড়ে

একটা দুটো না, চার চারটি বাচ্চা নিয়ে গৃহস্থের বাড়িতে এল শিয়াল। একে বারে নিমন্ত্রিত অতিথির মতো। গন্ধগোকুল দেখে হইচই পড়ে গেল এলাকায়। পূর্ব বর্ধমান শহরের দু’নং ইসলাবাদ এলাকায় শুক্রবার এমনই কাণ্ড ঘটল। ওই এলাকার আলোক পালের বাড়ি থেকে উদ্ধার হল চারটি বাচ্চা সহ গন্ধগোকুল।

আরো পড়ুন: চোখের সা’ম’নে খাবার দেখলে স’ব কিছু ভু’লে যা’ন এই রাশির জাতক-জাতিকারা

আচমকা এদিন গৃহকর্তা অলোক পাল লক্ষ্য করেন বাড়িতে শিয়াল। তিনিই তড়িঘড়ি খবর দেন পশুপ্রেমী সংস্থা সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন সংস্থার সদস্যরা।

সংস্থার সদস্য অর্ণব দাস বলেন, আচমকা দেখে শিয়াল মনে করলেও, এগুলো আসলে গন্ধগোকুল। খাবারের খোঁজে এরা প্রায়ই লোকালয় চলে আসে। একটি পূর্ন বয়স্ক মা গন্ধগোকুলের সঙ্গে সদ্য হওয়া চারটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: একদিনেই গা’য়ে’ব ১৭ লক্ষ কোটি! বি’পু’ল ক্ষতির মু’খে ফেসবুক

আবহাওয়ার কারণে নিশ্চিন্ত কোনো আস্তানা খুঁজে বাচ্চাদের নিয়ে থাকার জন্যই হয়তো এই এলাকায় চলে এসেছিল মা গন্ধগোকুল। সব রকমের খাবার এই গন্ধগোকুল খায়।