সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রামপুরহাট কা’ন্ড নিয়ে মুখ খুললে কেউ পুরস্কার পা’বে বা, তাই চু’প ইন্ডাস্ট্রি: শ্রীলেখা মিত্র

এতক্ষণে হয়ত রামপুর হাটের খবর সবার জানা হয়ে গেছে। কিভাবে নৃশংসতার পরিচয় দিয়েছে হত্যাকারীরা তা ভাবার বাইরে। শিশু সহ ৮ জন মহিলাকে খুন করা হয়েছে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল যা আত্যি আতকে ওঠার মতো। কি এমন দোষ ছিল সেই শিশুর? কি এমন দোষ ছিল সেই মহিলাগুলোর? এবার সেই ঘটনা নিয়েই মুখ খুলেছে অভিনেত্রী শ্রীলেখা।

তিনি বলেন, আমি যদি এখন কিছু বলি তাহলে সেটাকে নিয়ে বলা হবে শ্রীলেখা বোমা ফাটালো, শ্রীলেখা বিষ্ফোরণ ঘটাল। কিন্তু আসলে যে জায়গায় বোমা ফাটানো হয়েছে, যেখানে বিষ্ফোরণ ঘটানো হয়েছে সে নিয়ে কেউ কিছু বলছে না। এত জন নিরীহ মানুষকে হত্যা করা হল, সেখানে কিছু বললেই অন্যায়? আমি তো বলবই।

কিন্তু অবাক হওয়ার বিষয় হল, যারা কিনা ক্ষমতায় বসেও মুখে কুলুপ এটে রয়েছেন। আসলে এর পেছনে কারণ রয়েছে। তিনি বলেছেন, যদি মুখ দিয়ে কিছু বলা হয় তাহলে তো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উত্তরীয় পরা বা পরানো যাবে না। যদি বিরোধিতা করি তাহলে তো চলচ্চিত্র উৎসবের মুখ হওয়া যাবে না।

আরো পড়ুন: Jio: ৮৯৯ টা’কা’য় সারা বছরের ভ্যালিডিটি, স’ঙ্গে আনলিমিটেড কল ও ১২ মাসের ডে’টা

তাই আমি ইন্ডাস্ট্রির চুপ থাকা নিয়ে অবাক হচ্ছি না, এই ব্যাপারে আমি একেবারেই অভ্যস্ত। তিনি কিন্তু এখানেই থামেন নি , তিনি বলেছেন, ফেসবুকে তো সবাই বিশাল বিশাল পোস্ট করেন। তারা তো এই ক্ষেত্রে একেবারে চুপ, তারা কোথায়? মোট কথা ফেসবুকে বড়াই করা ছাড়া আর কোনো দায় নেই তাঁদের।

এদিকে যে কাশ্মীর ফাইলস দেখে সবাই চোখ ভেজাচ্ছেন, তারা তো এটা নিয়ে কিছু বলছেন না? তাঁদের কি এই খবরে বুক কাপছে না? এদিকে আবার শুনলাম জুন মালিয়ে নাকি ব্যস্ত তাই কিছু বলতে পারছে না। তাহলে ভোটের সময় যে গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছেন এখন তাহলে কি হল?

যারা সাধারণ মানুষের পাশে নেই, তারা শিল্পকর্মে যুক্ত? তারা গান করবে? নাচ করবে? ভাবলেই অবাক লাগে। সত্যি কথা বলতে মানব জাতির ওপর থেকে ভরসা উঠে গেছে। তাই আমি ইন্ডস্ট্রির লোকের সাথে মিশি না। যাদের মধ্যে মনুষত্ব নেই।