সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখের সা’ম’নে খাবার দেখলে স’ব কিছু ভু’লে যা’ন এই রাশির জাতক-জাতিকারা

আমাদের আশেপাশে যা ঘটে, কিংবা ঘটতে চলেছে সবকিছুই হয়তো জ্যোতিষশাস্ত্র মতে হচ্ছে। এমনটাই অনেকেই মনে করেন। তাহলে যদি বলি খাবার খাওয়ার ক্ষেত্রেও রয়েছে জ্যোতিষ শাস্ত্রের প্রভাব! তাহলে কি হবে? আজ্ঞে হ্যাঁ, অনে কেমন মানুষ রয়েছে যারা কিনা খেতে ভালোবাসে। কিন্তু সেই খাওয়া এতটাই হয়ে যায় যার সমস্যা সৃষ্টি করে সহজেই।

তাই বলতে হয় অনেক মানুষ এমন রয়েছেন যারা বাঁচার জন্য খান, আবার অনেকেই রয়েছে খাবার জন্য বাঁচেন। তাই সমস্যাও যেন তাদের পেছনে লেগেই থাকে। যার কারণেই স্বাস্থ্যজনিত সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। এমন মোট চারটি রাশির মানুষ জন রয়েছে যারা কিনা খাওয়া দেখলে সব কিছু ভুলে যায়।

আরো পড়ুন: কা’জ পাওয়ার জ’ন্য অনেক ছেলেরাও বিছানায় যা’য়: একতা কাপুর

বৃষ রাশির জাতক-জাতিকারা খেতে খুব ভালোবাসে। এমনকি তারা নিজেদের বন্ধু-বান্ধবদের জন্য বা পরিবার-পরিজনের জন্য পার্টি দিতে ও অংশগ্রহণ করতে ভালোবাসে। যারা খাদ্য রসিক মানুষ তারা অন্যদের খাওয়াতেও ভালোবাসে। বৃষ রাশির অধিপতি হল শুক্র, আর সেই কারণেই বিলাসবহুল জীবনের কারক হিসেবে স্থান পায় । বিশেষ করে দেশি খাবার থেকে বিদেশী খাবার খেতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু অতিরিক্ত খাদ্য রসিক হওয়ার কারণে তাদের স্বাস্থ্যের সমস্যাও দেখা যায়।

মকর রাশির জাতক-জাতিকারা পুষ্টিযুক্ত খাবার খেতে ভালোবাসে। বিশেষ করে রান্নাবান্না করতেও তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। মশলাপাতি এবং তার গুণাগুণ থেকে শুরু করে সবকিছু নিয়েই পারদর্শী তারা। নিজে খেতে ও মানুষকে খাওয়াতে এরা ভালোবাসেন। বিশেষ করে ট্রেডিশনাল খাবার খেতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে।

আরো পড়ুন: টিকিট না পে’য়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কেঁ’দে ভা’সা’লে’ন তৃণমূল নেতা

সিংহ রাশির জাতক-জাতিকারা পরিবেশনের দিকে বেশি মনোযোগী। খাওয়ার দিক থেকে এরা একটু অন্য ধরনের হয়। বিশেষ করে মিষ্টি খেতে বেশি পছন্দ করে। খাবার খেলেই শুধু হবে না, তার মধ্যে থাকা উচিত পরিষ্কার পরিছন্নতা। এরা এই পরিষ্কার পরিছন্নতা মেনে চলে ও খাবারের নিয়ম মেনে খায়।

মেষ রাশির জাতক-জাতিকারা সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন। ভাজা হোক কিংবা স্যাকা এই সমস্ত খাবার তাদের কাছে খুবই প্রিয়। খাবারের মধ্যে নতুন কিছু ট্রাই করতে এরা কখনোই পিছপা হন না। দরকার পরলে নতুন খাওয়ার খোঁজার জন্য, এরা শহর পর্যন্ত চোষে বেড়াতে পারে। এদের সমস্ত খাবার সম্পর্কেই স্বাদ ও গুন সম্পর্কে সম্যক ধারণা রয়েছে।।