সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অস্বাভাবিক ভা’বে বদলে যাচ্ছে স্বাদ ও গন্ধ! ম’হা স’ঙ্ক’টে ইলিশ

দূষণের জন্য বিপদে মেঘনার ইলিশ। এই নদীর উপর দিয়ে যাতায়াত করছে লঞ্চ, জাহাজ।এই নদীতে ইলিশ প্রজনন সম্প্রতি ব্যপকভাবে কমেছে বলেই জানাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

শুধু তাই নয়, স্বাদ হারাচ্ছে ইলিশ, জানা যাচ্ছে এমনটাই। মেঘনায় ইলিশ কমে যাচ্ছে, এই নিয়ে দীর্ঘদিনের উৎকণ্ঠা।মৎস্যজীবীদের মতে, সারাদিন তাঁরা জাল ফেললেও কোনও ইলিশ পাচ্ছেন না।

জানা যাচ্ছে, মেঘনার জলে দেদারে ফেলা হচ্ছে জলের বোতল, খাবারের প্যাকেট, প্লাস্টিক। এর ফলে জলের গুণগত মান নষ্ঠ হচ্ছে।  যার দরুন মাছের স্বাদও বদলে যাচ্ছে।

আরো পড়ুন: রাজ্যে ঝড়বৃষ্টি ও গরম নি’য়ে টা’ট’কা আপডেট, জেনে নিন কি বললো হাওয়া অফিস

বিশেষজ্ঞদের কথায়, নদী মজে যাওয়ায় ইলিশ বা অন্যান্য মাছের বাসস্থানের উপর প্রভাব পড়েছে। তারা যেদিকে যেতে চাইছে যেতে পারছে না। তাদের গতি বদলাতে হচ্ছে।

এর দরুন ইলিশ সহ অন্যান্য মাছ তার স্বাদ হারাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ওপার বাংলার এক গবেষক মো: হারুনর রশিদ বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ইলিশের পেটে ৩৬ শতাংশ কাদা-বালি পাওয়া যাচ্ছে।

কারণ নদীতে বালি এবং কাদার পরিমাণ বেশি। এই মাত্রাতিরিক্ত দূষণের ফলে ইলিশের গঠন, স্বাদের উপর মারাত্মক প্রভাব পড়েছে।

চাঁদপুর নদীকেন্দ্রে কর্মরত এক অধিকর্তা বলেন, আগে ইলিশের যে স্বাদ পাওয়া যেত এখন আর যাচ্ছে না কারণ দূষণের কারণে ইলিশের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু মেঘনা নয়, অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করলে অন্যান্য নদীতেও পড়বে প্রভাব, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।