সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলাদেশে মণ্ডপ ভা’ঙা নিয়ে মু’খ খুললেন পরমব্রত, বললেন ভারতেও মুসলমানরা বি’প’ন্ন

উৎসবের মুহুর্তে বাংলাদেশের জনৈক দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমা ধ্বংস করেছে মৌলবাদীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দাবি উঠছে সর্বত্রই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন পরমব্রত চট্টোপাধ্যায়।পরমব্রতর দাবি, বাংলাদেশী হিন্দুদের তুলনায় ভারতীয় মুসলমানদের পরিস্থিতি আরও শোচনীয়।

পরমব্রত জানিয়েছেন, তার স্পট বয় থেকে শুরু করে কাঠের মিস্ত্রি, তাকে ঘিরে তার আশে পাশে রয়েছেন যারা তাদের মধ্যে অনেকেই মুসলমান। তবে তারা প্রত্যেকেই হিন্দু ধর্মীয় উৎসবে তাকে শুভেচ্ছা জানান। দুর্গাপূজার ষষ্ঠী থেকে নবমী, বিজয় দশমী থেকে শুরু করে সরস্বতী পূজা পর্যন্ত, সবেতেই তিনি তার পরিচিত মুসলমান সম্প্রদায়ের মানুষদের থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন।

https://www.facebook.com/paramspeak/posts/2005328062962964

এমনকি বাংলাদেশের বর্বরোচিত ঘটনার পর তার বাংলাদেশী মুসলমান বন্ধুরাও সোশ্যাল মিডিয়া মারফত এই ঘটনার নিন্দা করেছেন। পরমব্রতর দাবি, বাংলাদেশি আর যে ঘটনা ঘটেছে তাতে যদি বাংলাদেশী হিন্দুদের অস্তিত্ব সংকটে হয় তাহলে বিগত সাত বছর ধরে ভারতীয় মুসলমানদের অস্তিত্ব সংকটে রয়েছে। সেই সময়ে দেশের নেতারা অদ্ভুতভাবে চুপ থাকেন।

পরমব্রত আরো বলেছেন, এমনতরো ঘটনা প্রকৃতপক্ষে সীমানার এপারের গোরা হিন্দুত্ববাদীদের সুবিধা করে দেয়। ধর্মের জিগির তুলে, ধর্মীয় আস্ফালন করে, এই উদাহরণ টেনে এক সম্প্রদায়ের মানুষের মধ্যে অন্য সম্প্রদায়ের সম্পর্কে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরমব্রত আহ্বান জানিয়েছেন, নিজ নিজ ধর্মের ‘অতিরিক্ত’তার বিরুদ্ধে আওয়াজ তোলার।