সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বরমালা থেকে বি’য়ে’র মণ্ডপ, হিন্দুধর্মে বি’য়ে’র এই রীতিগুলোর গু’রু’ত্ব জানতেন কি?

বিয়ে কথাটির অর্থ হল একটি ছেলে এবং একটি মেয়ের আইনত একসঙ্গে থাকার বৈধতা। বিভিন্ন ধর্মের বিবাহ প্রথা বিভিন্ন। তবে ভারতীয় সংস্কৃতিতে বিয়ে হল একটি ছোটখাটো উৎসব। সেখানে থাকে ভিন্ন ভিন্ন নিয়ম, আচার-অনুষ্ঠান ইত্যাদি। বেশ কিছু মজার মজার আচার-অনুষ্ঠানও লক্ষ্য করা যায় এই বিয়েতে। শুধু তাই নয়, সঙ্গে থাকে জমিয়ে খাওয়া-দাওয়া। বিয়েবাড়িতে খাওয়া-দাওয়ার জায়গায় থাকে বিশাল আয়োজন। আজ বিয়ে র এক অন্যতম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যেগুলি মূলত প্রথা নামেই পরিচিত। এই প্রথাগুলি বেশ সুন্দর এবং অন্য ধরনের, যা অনেক পাত্র-পাত্রী বেশ উপভোগ করে।

১) বিয়ের মণ্ডপ : ভারতীয় মতে বিয়ের মতো অনুষ্ঠান করার জন্য মণ্ডপকে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। তাই ভারতে বিয়ে সাধারণত একটি সুসজ্জিত মণ্ডপে অনুষ্ঠিত হয়ে থাকে। বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা বিয়ের মণ্ডপে আসেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

২) মণ্ডপের আগুন : বিয়ের মতো শুভ অনুষ্ঠানের সাক্ষী হিসাবে মণ্ডপের মাঝে আগুন জ্বালানো হয়। এটি একটি নির্দিষ্ট প্রথা। তাই বিয়ের নির্দিষ্ট সময়ে বর কনে একসঙ্গে কুলোতে করে খই নিয়ে সেই আগুনের শিখায় ছড়ায়। এমনকি সেই আগুনকে কেন্দ্র করে তারা সাতপাকে বাঁধা পড়ে – এই প্রথার অবশ্য অন্য নাম আছে।

৩) সপ্তপদী : বর ও কনে একে অপরকে সাতটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার জন্য আগুনের চারপাশে সাতবার ঘোরেন। এই সময় বরের উত্তরীয় কনের আঁচলের সঙ্গে বেঁধে দেওয়া হয়।

৪) সিঁদুর : ভারতীয় বিবাহতে সিঁদুরের গুরুত্ব অন্যতম। কনের সিঁথিতে বর লাল রঙের গুঁড়ো সিঁদুর পরিয়ে দেন। কপালের সিঁদুরই বিবাহিত কনের প্রতীকচিহ্ন। একটি মেয়ে বিবাহিত কিনা তা তার কপালে সিঁদুর দেখেই বোঝা যায়। বর্তমানে যদিও মহিলারা নিজেদের পছন্দমতো সিঁদুর পরেন।

৫) জয়মালা : বিয়ের আর এক প্রথা হল শুভদৃষ্টি। সেই সময় একে অপরকে মালা পরিয়ে দেন। বর ও কনের পরিবারের একতা বোঝাতে তাঁরা একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন।

৬) মঙ্গলসূত্র : কথিত রয়েছে, দেবী লক্ষ্মী মঙ্গলসূত্রের মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ করেন। তাই ভারতীয় বিয়েতে বর কনেকে লাল, কালো ও সোনালি রঙের মঙ্গলসূত্র পরিয়ে দেন।

৭) চাল ছড়ানো : এটি মূলত দক্ষিণ ভারতের বিয়ের একটি প্রথা। বর ও কনে একে অপরের মাথায় বিয়ের সমৃদ্ধি, প্রাচুর্য এবং সুখের প্রতীক হিসাবে চাল ছড়িয়ে দেন।

৮) লাল পোশাক : লাল রঙ প্রাচুর্য, অঙ্গীকার ও ভালবাসার প্রতীক। এই রংটি শুভ হিসেবে গণ্য করা হয়। বিবাহ যেহেতু একটি শুভ অনুষ্ঠান, তাই সাধারণত ভারতীয় কনে সুন্দর কাজ করা লাল শাড়ি অথবা লাল লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেন।

৯) সঙ্গীত : বর ও কনের পরিবারের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠান হল সঙ্গীত। এই প্রথায় পরিবারের প্রত্যেকে সন্ধ্যেবেলায় গানের তালে নাচ করেন। একে অপরের সঙ্গে আনন্দ করে প্রথাটি পালিত হয়।