সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Electric EEL: কেন এই মা’ছ এতো ভ’য়’ঙ্ক’র? কেনই বা ঝ’ট’কা মা’রে? জেনে নিন কারণ

দক্ষিণ আমেরিকা অথবা দক্ষিণ আফ্রিকার এমন অনেক ঘন জঙ্গল রয়েছে সেখানে এমন অনেক পশুপাখি বসবাস করে যার সন্ধান আমরা সব সময় পাইনা। এমনকি সেখানকার অনেক জীবজন্তুর পরিচয় আমাদের কাছে নেই। শুধুমাত্র জঙ্গলে নয়, গভীর জলের মাছ এবং প্রাণী থাকে, যাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা আবিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে যায়। এ রকমই একটি প্রাণী হল, electric-eel। নামটা শুনলে অবশ্যই আপনি ইল মাছ এর সঙ্গে যোগসূত্র করার চেষ্টা করবেন কিন্তু এটি করা একেবারে অজ্ঞতার পরিচয় হবে।

এই মাছটি কোনভাবেই ইল মাছের মতো শান্ত শিষ্ট মাছ নয়। একেবারে অন্যরকম এই মাছ নিজের শরীরে এমন একটি ইলেকট্রিক বহন করতে পারে, যেকোনো মাছ বা প্রাণী এই মাছের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে নেয়। ছোটখাটো মাছ সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করলেও বড়োসড়ো মাছ এই মাছের সংস্পর্শে এলে ঘায়েল হয়ে যায়।

এই মাছ সম্পর্কে আরো যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে নিচে দেওয়া এই লিংকটি অবশ্যই ক্লিক করুন। নিচের এই ভিডিওতে এই মাছ সম্পর্কে দেয়া রইল বিস্তারিত সমস্ত ব্যাখ্যা। ভিডিওটি দেখুন এবং এই মাছ সম্পর্কে জ্ঞান অর্জন করুন।