সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কা’লো দি’ক তু’লে ধরলেন মৈত্রেয়ী মিত্র

ইন্ডাস্ট্রিতে কাজ করা যে খুব সহজ ব্যাপার তা কিন্তু নয়। এবারে সেই প্রমাণ ই পাওয়া গেল অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রের কথায়। সম্প্রতি টালিগঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রী কে। এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় তিনি জানান, গত ১০ অক্টোবর টানা আট ঘণ্টা শ্যুটিং করার কারণে তাঁর পায়ে প্রবল যন্ত্রণা শুরু হয়। যেহেতু তাঁর বাতের সমস্যা রয়েছে তাই খুব বেশিই কষ্ট হচ্ছিল অভিনেত্রীর। সেই দিন রাতে বাড়ি ফেরার পর তাঁর জ্বরও এসেছিল। তবে বিষয়টিতে সেরকম গুরুত্ব না দিয়ে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

পরের দিন সকাল ১০ টায় তিনি শ্যুটিং ফ্লোরে ঢোকেন ঠিকই, তবে তাঁর হাঁটার ক্ষমতা একেবারেই ছিল না। নতুন করে প্রতিটা জয়েন্টে আবার ভীষণ ব্যথা অনুভূত হয় তাঁর। যদিও প্রথমেই গোটা বিষয়টি তিনি কাউকে জানতে পর্যন্ত দেননি। তিনি বলেন, “ধীরে ধীরে যখন জ্বর বাড়তে শুরু করল, তখন কাউকে কিছু না বলে দাঁতে দাঁত চেপে বসে ছিলাম। আমাকে রেডি করাতে এসে ওঁরা বুঝতে পারল যে আমার গা পুড়ে যাচ্ছে। আমার উঠে বসার ক্ষমতা ছিল না। জ্বরের ঘোরে আমি আচ্ছন্ন হয়েছিলাম।”

এ প্রসঙ্গে অভিনেত্রীর আরও বক্তব্য, “যদি বলেন যে আমি আগে কেন জানালাম না? তাহলে বলে রাখি ওখানেই সমস্যা। আর সবথেকে মজার ব্যাপার হল এই যে আমার শরীর খারাপের বিষয়টি গোটা ইউনিট জানার পরেও আড়াই ঘণ্টা আমাকে বসিয়ে রেখেছিল। কারণ আমাকে ছুটি দেওয়া হবে কিনা এতটা সময় ধরে সেই সিদ্ধান্তই নেওয়া হচ্ছিল।” অনেকের তো আবার এও মনে হয়েছিল যে আমার সঙ্গে অন্য কোনো কাজের যোগাযোগ হয়েছে। আর তাই আমি সেট থেকে বেরনোর চেষ্টা করছিলাম।”

বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থাতেই মৈত্রেয়ী ফেসবুকে লেখেন, “আজ অনেককে বলতে ইচ্ছে করছে, অভিনয় আমার কাছে পুজোর মতো। মিথ্যার আশ্রয় নেব বলে আমি অভিনয় করিনা। যদি কেউ এমনটা আগে করে থাকে, তাহলে দয়া করে তাঁর মতো সকলকে ভাববেন না।”