সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন মাধুরী দীক্ষিতের মা, বয়স হয়েছিল ৯১

মেয়েকে তিনি তৈরি করেছিলেন নিজের মতন করে। তাই মেয়ের কাছে প্রথম আইডল তিনি। মাকে অনুসরণ করেই কয়েক যুগ বলিউডে কাটিয়ে দিয়েছেন ড্রিম গার্ল মাধুরী দীক্ষিত। অবশেষে শোকের ছায়া মাধুরী দীক্ষিতের পরিবারে। প্রয়াত হলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত।

১২ই মার্চ রবিবার মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন স্নেহলতা দেবী। তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি।

ইহলোগের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিলেন তিনি। বর্তমানে মুম্বাইতেই রয়েছেন বলি কুইন। মায়ের শেষ যাত্রায় তার পাশেই থাকবেন মেয়ে মাধুরী। জানা গিয়েছে আজ রবিবার দুপুর তিনটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে তার। মুম্বাইয়ের ওরলি শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে বর্ষীয়ান অভিনেত্রীর মায়ের।

আরো খবর: এখনো বাংলার গ্রামে-গ্রামে গ্যা’সে’র সংযোগ নেই, রান্নার জন্য ভ’র’সা সেই উনুন

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে মাধুরীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তার সতীর্থরা। প্রসঙ্গত মেয়ের অভিনয় জগতে আসা থেকে বিয়ে সবটাই নিজের হাতে সামলেছেন স্নেহলতা দেবী।

মায়ের হাত ধরেই তার প্রথম নাচ শেখা। প্রথাগত কত্থক নাচে পারদর্শী ছিলেন স্নেহলতা দেবী। বারবার মাধুরী জানিয়েছেন আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। সেই মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ অভিনেত্রী।