সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতিবৃ’ষ্টি’র কারণে বে’হা’ল পরিস্থিতি পাহাড় জু’ড়ে, ২৫০০ পর্যটক আ’ট’ক

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক আগেই। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতিবৃষ্টির জেরে ধস নামা, বাড়ি ধসে পড়া, রাস্তা ভেসে যাওয়া থেকে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নাভিশ্বাস উঠেছে।

গ্যাংটক থেকে উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বেহাল হয়ে গিয়েছে ধসের জেরে। এরফলে প্রায় আড়াই হাজার পর্যটক আটকে পড়েছেন।

গাড়ি খাদে পড়ে যাওয়া ছাড়াও গাড়ির উপরে পাথর পড়ে সব মিলিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিকিমের বাসিন্দা পাঁচ জন।

আরো পড়ুন: কাশ্মীরি পন্ডিতদের নিয়ে বি’ত’র্কি’ত ম’ন্ত’ব্য, সাই পল্লবীর বি’রু’দ্ধে FIR দায়ের

তার মধ্যে তিন জন পুলিশ কর্মী বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে।জোড়থাঙের কাছে মাঝিটারে গাড়ির উপরে পাথর পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চাষের জমিতে কাজ করার সময়ে কোচবিহারের বালাভূতে বাজ পড়ে মৃত্যু হয়েছে বাবা দেবেন মণ্ডল ও ছেলে দুলাল মণ্ডলের। আলিপুরদুয়ারের ফালাকাটায় চরতোর্সা, বুড়ি তোর্সা ও সঞ্জয় নদীর ডাইভারশন জলের তোড়ে ভেসে গেছে।