সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীর্ঘ ১৮ মা’সে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হা’র, তবে জিনিসপত্রের দাম কিছুটা ক’ম’বে?

শুরু হয়েছে নতুন আর্থিক বছর। আর এই নতুন আর্থিক বছরের প্রথমেই একটা দারুন খবর সাধারণ মানুষের জন্য। লাগাম পড়েছে খুচরো মুদ্রাস্ফীতির হারে। এপ্রিলে খুচরা মূল্য বৃদ্ধির হার হয়েছিল ৪.৬০ শতাংশ। মার্চ মাসে যা ছিল ৫.৬৬ শতাংশ।

অথচ গত ১৮ মাসের তুলনায় হিসাব করলে দেখা যায় সর্বনিম্ন হয়েছে ক্ষুচরো মুদ্রাস্ফীতির হার। শুধু তাই নয় খাদ্যদ্রব্যের উপর মূল্য বৃদ্ধির হার অনেকটাই কমে গিয়েছে, যেটা হয়েছে ৪ শতাংশ থেকে ৩.৪৮ শতাংশ। খুচরো মুদ্রাস্ফীতি বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট মাত্রার মধ্যেই ধার্য করা হয়েছে।

সহনশীলতা ব্র্যান্ডের উপর স্তরে ছিল ছয় শতাংশ। এখন তার অনেক নিচে অবস্থান করছে খুচরো মুদ্রাস্ফীতি। জুন মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে রিজার্ভ ব্যাংকের মুদ্রা নীতির তরফে। মুদ্রাস্ফীতির সবকিছু যদি অনুকূল থাকে তবে রেপোরেট অনেকটাই কমে যেতে পারে।

আরো খবর: ৩৬,০০০ চাকরি বাতিল হলেও কাদের কাদের চাকরি থাকতে পা’রে? তাদের কি করতে হ’বে?

এর ফলে সুদের হার অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সপ্তাহ শেষে ভারতীয় শেয়ার বাজারে পতনের মধ্য দিয়ে বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকিং এবং অটো সেক্টরে শেয়ার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ট্রেডিং শেষে দেখা গিয়েছে বিএসই সেন্সেক্স ১২৩ পয়েন্ট থেকে লাফিয়ে ৬২ ,০২৭ পয়েন্টে উঠে গিয়েছে।