সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লেবুর ম’তো দেখতে কিন্ত লেবু ন’য়! এই ফল চাষ ক’রে লাভের মু’খ দেখছেন মুর্শিদাবাদের যুবক

মুর্শিদাবাদের নতুন আবিষ্কার, লেবুর মত দেখতে মাল্টা ফল। মুর্শিদাবাদের মাটিতে এই নতুন মাল্টা ফলের চাষ করা হচ্ছে। এটি যেমন রসালো তেমনই সুস্বাদু।

মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লক এর ফরিদপুর অঞ্চলের পাকুড় দিয়াড় গ্রামের যুবক সোশ্যাল মিডিয়া দেখে এই ফল চাষ করেছেন। জলঙ্গীর কৃষি আধিকারিক অরিত্র সাহা এবং এক সংস্থার উদ্যোগে রানাঘাট সহ বিভিন্ন জায়গায় চারা সংগ্রহ করে তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমিতে ফল চাষ করেন।

উন্নত প্রযুক্তি সহায়তা নিয়ে নতুন ধরনের ফল চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ওই যুবক। সম্প্রতি তার ফলের বাগান পরিদর্শন করেছেন জেলাশাসক।

আরো পড়ুন: অপেক্ষার অবসান, এ মাসেই খু’ল’ছে শিয়ালদহ মেট্রো

তার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও, বিডিও, এডিএ, ওসিসহ পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ। এই ফল চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। নতুন ফলের চাষে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

উপযুক্ত আবহাওয়া এবং পরিবেশে সঠিক পরিচর্যায় গাছের ফলন ভালো হয়। মুসম্বি লেবুর মত একটি প্রজাতি হলো মাল্টা ফল। সোশ্যাল মিডিয়াতে এই ফল দেখে নিজের সাড়ে তিন বিঘা জমিতে ফল চাষের সিদ্ধান্ত নেন ওই যুবক।

মুর্শিদাবাদ জেলার মাটিতে নতুন ফলের চাষ হচ্ছে, এতে ভীষণ খুশি জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী। আগামীতে এই ফল চাষের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।