সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজ্ঞপ্তি ছা’ড়া’ই কেন ইন্টারনেট ব’ন্ধ মাধ্যমিক পরীক্ষার জ’ন্য? প্র’শ্ন আদালতের

কলকাতা হাইকোর্টে মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে রাজ্য সরাকারের ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল। আর শুনানিতে রাজ্য সরকারের কাছে ইন্টারনেট বন্ধ রাখার কারণ জানিয়ে হলফনামা তলব করল আদালত।

রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বৃহস্পতিবার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বৈঠক করবে রাজ্য সরকার।মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে রাজ্যের ৭ জেলায় পরীক্ষা চলাকালীন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।

মামলাকারীর প্রশ্ন, কোনও বিজ্ঞপ্তি জারি না করে কী করে ইন্টারনেটের মতো অধুনা জরুরি পরিষেবা কী করে বন্ধ করে দেওয়া হল? ।

আরো পড়ুন: বচ্চন পরিবারেও আছে লি’ঙ্গ বৈ’ষ’ম্য! সত্যি ফাঁ’স করতেই নভ্যাকে ধ’ম’ক অমিতাভ কন্যার

মামলাকারী আরও প্রশ্ন করেন, যেখানে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার কথাই নয় সেখানে ইন্টারনেট বন্ধ করে রাখার কারণ কী?

কোনও অনুমানের ভিত্তিতে বিজ্ঞপ্তি ছাড়া সাধারণ মানুষের ঘাড়ে কি দুর্ভোগ চাপিয়ে দিতে পারে সরকার? কারণ, ইন্টারনেট ছাড়া এখন এক পাও চলা অসম্ভব।

ট্যাক্সি বুক করা থেকে টাকা পাঠানো সবেতেই দরকার ইন্টারনেট। তাহলে কেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও বীরভূমে ইন্টারনেট বন্ধ করা হল?

মামলাকারীর আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে ইন্টারনেট বন্ধের কারণ জানাতে বলেছেন।