সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুটি অ’ন্ড’কো’ষে’র’ই অবস্থা বে’শ খা’রা’প, একদম ভালো নেই অনুব্রত

সব সময় খবরের শিরোনামে আসেন অনুব্রত মণ্ডল। তবে সম্প্রতি তার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা নিয়ে নেট দুনিয়া উত্তাল। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অজস্র মিম তাকে ঘিরে। গত বৃহস্পতিবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেস যাওয়ার পথে হঠাৎই অসুস্থ বোধ করেন অনুব্রত মণ্ডল।

নিজাম প্যালেসের বদলে তখনই তাঁকে নিয়ে যাওয়ক হয় এসএসকেএম হাসপাতালের। সেই হাসপাতালেই উডবার্ন ওয়ার্ডে গত ৬দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। ক্রমাগত চলছে স্বাস্থ্য পরীক্ষা।

গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখে চলেছে সিবিআইও। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী দল এসএসকেএমের চিকিৎসকদের দেওয়া রিপোর্টে যে খুব একটা খুশি নয়। ফলে কল্যাণী এমসেই তাঁর স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবছে সিবিআই।

আরো পড়ুন: আস্ত স্বামী বি’ক্রি হবে, বরকে নি’লা’মে তুললেন স্ত্রী! দাম কত উ’ঠ’লো জানুন

তবে মঙ্গলবার তৃণমূল নেতার স্বাস্থ্যের যা রিপোর্ট হাতে এলো তা মোটেও ভালো নয় বলেই দাবি চিকিৎসক মহলের। মঙ্গলবার আবারও অনুব্রতকে দেখেন মেডিক্যাল টিমের চিকিৎসকরা।

তাঁরা জানাচ্ছেন, মোটেই ভালো নেই অনুব্রত। তাঁর দুটি অন্ডকোষের অবস্থাই অত্যন্ত খারাপ। পুঁজ জমে রয়েছে সেখানে। বীরভূমের তৃণমূল সভাপতির ফুসফুসের রিপোর্টেও সন্তুষ্ট হতে পারছেন না চিকিৎসক মহল।

এই তৃণমূল নেতাকে অক্সিজেন সাপোর্টেই রাখতে হচ্ছে। ৬ মিনিটের ওয়াক টেস্টে ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর ফুসফুসে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কমে যাচ্ছে। ফলে এখনও আরও বেশি কিছুদিন হাসপাতালেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।