সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যতক্ষণ পর্যন্ত কেউ এ’কা না হয়ে স’ঙ্গী খুঁজছেন, ততক্ষণ একাকীত্ব কি তা বো’ঝা যায় না: রতন টাটা

টাটা কোম্পানির মালিক রতন টাটার নাম আমরা সকলেই জানি। আমাদের দেশের সবচেয়ে বড়ো কোম্পানি ও ধনী মানুষের তালিকায় তাঁর নাম অনায়াসেই রাখা যায়। এদেশের বহু সামগ্রী বা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি তাঁর সকলেই জানে। তবে এইবার তাঁর একটি নতুন পদক্ষেপ জনসাধারণের মনে আরো একটু জায়গা তৈরি করে নিল।

তাঁর বয়স এখন ৮৪ এর কোঠায়। বয়স হলেও তিনি তাঁর সাম্রাজ্য এখনও নিজেই চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্টার্ট আপে টাকা বিনিয়োগ করেন এখনও। তেমনই এইবার তিনি একটি প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করলেন তিনি। এই সংস্থায় বিনিয়োগ করার ঘোষণা করার সময়েই রতন বলেন, “যত ক্ষণ না কেউ একা হয়ে সঙ্গী খুঁজছেন, তত ক্ষণ বোঝা যায় না একাকিত্ব কেমন।”

তিনি নিজেও হয়তো এই একাকিত্ব অনুভব করেন তাই এত ভালো করে এই মানুষগুলোর কষ্ট বুঝতে পেরেছেন বলে অনেকই মনে করছে। একটা মানুষের বয়স বেড়ে গেলে বা তিনি যখন বুঝতে পারছেন তিনি বৃদ্ধ হয়ে পড়ছেন তখন তাঁর একটা সঙ্গীর প্রয়োজন হয়। যাঁর সাথে মনের দুটো কথা বলা যায় পাশে থাকবে এমন একটা মানুষ। যা বেশিরভাগ মানুষ ই পায়না।

আরো পড়ুন: কামড়ের বদলে কা’ম’ড়! সাপকে কা’ম’ড়ে দু টুকরো করলো ২ বছরের খুদে

তাই তিনি এই সংস্থায় বিনিয়োগ করতে চেয়েছেন বলেও জানান তিনি। যে সংস্থাটিতে রতন টাটা বিনিয়োগ করেছেন, সেই সংস্থাটির কর্মীদের কাজ হবে মূলত একা থাকেন যে সমস্ত প্রবীণরা এমন বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গ দেওয়া। আপাতত সপ্তাহে তিন দিন ওই সংস্থার কর্মীরা যেকোনো গ্রাহককে সঙ্গ দেবেন।

সর্বোচ্চ চার ঘণ্টা ওই সমস্ত ব্যক্তির সঙ্গে কথা বলা কিংবা তাঁদের জরুরি কাজে সহায়তা করার মতো কাজ করবেন তাঁরা। মাসিক চুক্তির ভিত্তিতে কাজ করবেন তাঁরা। মাসে ৫০০০ টাকা থেকে শুরু হচ্ছে চুক্তি। এইভাবেই তিনি পাশে থাকতে চাইছেন ওই মানুষগুলোর। তাঁর এই ভাবনা সকল ভারতবাসী বাহবা জানিয়েছে।তাঁর এই প্রয়াসে অনেকগুলো মানুষ উপকৃত হবে ও তাদের মানসিক অবসাদ কমবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।