সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC-র আধার শিলা স্কি’ম, আপনি যদি মহিলা হ’য়ে থাকেন তবেই এই প’লি’সি কি’ন’তে পারবেন

আজকালকার সমাজে পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। তাঁরাও হয়ে উঠেছেন সাবলম্বী। তাই তাঁরা প্রত্যেকেই ভবিষ্যতের সঞ্চয়ের বিষয়টিতেও বিশেষভাবে নজরও দিয়ে থাকেন। সামলম্বী মহিলাদের পাশাপাশি পারফেক্ট হোম মেকাররাও তাঁরাও পরিবারের জন্য সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেন। বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন। ভারতের বৃহত্তম বিমা সংস্থা Life Insurance Corporation (LIC) এর একাধিক প্ল্যানে প্রতিটি মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে বিনিয়োগ করেন।

এবার Life Insurance Corporation (LIC) শুধুমাত্র মহিলাদেরও জন্যও বিশেষ স্কিম নিয়ে হাজির হয়েছে। এই স্কিমে খুব সামান্য বিনিয়োগ করেই মোটা টাকা রিটার্ন পাওয়ার সুযোগ সুবিধা রাখা হয়েছে। Life Insurance Corporation (LIC)-র মহিলাদের জন্য বিশেষ প্ল্যানটির নাম আধার শিলা। এই বিশেষ পলিসিটি গত ২০২০-র ১ ফেব্রুয়ারি মহিলাদের জন্য চালু করা হয়। কিন্তু এখনও অনেক মহিলাই এই স্কিমের বিষয়ে অবগত নন। LIC-র এই Aadharshila scheme এর ব্যাপারে আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি।

LIC-র এই বিমা প্রকল্পটি বেশ জনপ্রিয়। যে সকল মহিলার আধার কার্ড রয়েছে তাঁরা প্রত্যেকেই LIC-র এই Aadharshila scheme এর সুবিধা পেতে পারেন। প্রতিদিন মাত্র ২৯ টাকার বিনিয়োগের বদলে ৪ লাখ টাকা রিটার্ন পাওয়ার সুযোগ থাকে। এই পলিসিতে বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে, সেটি হল এই পলিসি চলাকালীন প্রকল্পের আওতায় ঋণও নেওয়া যেতে পারে। Life Insurance Corporation (LIC)-র যে কোনও পলিসিই দীর্ঘ মেয়াদী। এই স্কিমটি ১০ বছরের। সর্বোচ্চ ২০ বছরের জন্য এই পলিসি কেনা যায়। ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা এই পলিসি কিনতে পারবেন। তবে পলিসি ম্যাচিওরের সময় গ্রাহকের বয়স ৭০ বছরের বেশি হওয়া চলবে না। পরপর দুই বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর যে কোনও সময়ে এই পলিসি বন্ধও করা যেতে পারে।

LIC-র Aadharshila scheme-এ ন্যূনতম ৭৫ হাজার টাকার বিমা পাওয়ার সুবিধা রয়েছে। সর্বাধিক প্রাপ্য অর্থের পরিমাণ হতে পারে ৩০ লক্ষ টাকা। পলিসির গ্রাহক এই প্রকল্পের আওতায় দুর্ঘটনার ক্ষেত্রেও অনেক সুবিধা পেয়ে থাকেন। এই Aadharshila প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা রয়েছে। আপনি সময়মতো প্রিমিয়াম দিতে ভুলে গেলে, সে ক্ষেত্রে আপনি ৩০ দিনের একটা গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন। কিন্তু, আপনি যদি মাসিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে চান, তাহলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড পাবেন। যদি পলিসির গ্রাহক পলিসি শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে মারা যান, তাহলে বিমাকৃত অর্থের সমান পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু, যদি এর পরে মৃত্যু ঘটে, তবে মনোনীত ব্যক্তিও নিশ্চিত পরিমাণ বোনাস পাবেন।