সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছু না জানিয়েই ইউক্রেনে বাইডেন! এর পিছনে কি কা’হি’নী?

হঠাৎ করে সবার চোখ ফাঁকি দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন পৌঁছে গিয়েছিলেন ইউক্রেনে। কেউ সেই কথা জানতে পারলে না। ইউক্রেনের কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমের জেনেলস্কির সঙ্গে বৈঠক করে এসেছেন তিনি। সেই বৈঠক ছিল বেশ গোপন। কিন্তু কিভাবে প্রতিবেশী দেশে পৌঁছে গেলেন তিনি আর তা টের পেল না কাকপক্ষী। ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন ইউক্রেনে গিয়ে সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন বড়িস জনসন।

এবার ওই একই পথে হাঁটলেন বাইডেন। প্রায় এক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। রাশিয়ান সেনাবাহিনীকে বারবার পরাজিত করেও তারা যেন নিজেদের সবল করতে পারছে না। রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলা নিতে ঠেকেছে। এবার ভিতরে ভিতরেও তৈরি হয়ে গেল রাজনীতি।

গত বছর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবার সময় আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল রাষ্ট্রসংঘ। তবে এবার নিজেদের ভাবমূর্তি ঠিক করতে তারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে। কিন্তু সবার অলক্ষে কেন এই কাজটা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরো খবর: আর শ্রমিকের দরকার নেই! ২ ঘন্টার একটি কা’জ করতে এই রোবটের সময় লা’গে ১০ মিনিট!

রবিবার ভোর চারটে নাগাদ আমেরিকার বায়ুসেনার একটি বিমানে করে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। তার সঙ্গে ছিলেন চিকিৎসক এবং নিরাপত্তা কর্মীদের একটি দল এবং কয়েকজন হাতে গোনা সাংবাদিক। বেশ খানিকটা দূরে রাখা হয়েছিল তার বিমান।

তার সঙ্গে ইউক্রেন সফরে এক মহিলা সাংবাদিক জানিয়েছেন প্রেসিডেন্ট যতক্ষণ না ফিরছেন ততক্ষণ তারা কোন রকম ফোন ব্যবহার করতে পারেননি। প্রথমে ওয়াশিংটন থেকে জার্মানির রামস্টেইনে যায় বিমান। এরপর সেখান থেকে যাওয়া হয় পোল্যান্ডে। সেখান থেকে একটি এসইউভি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ইউক্রেনে।