সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় ফের ব’ন্ধ হয়ে গেল সব স্কুল-কলেজ, জানুন বিস্তারিত

রাজ্যে বাড়ছে করোনা। আগামীকাল সোমবার থেকেই পশ্চিমবঙ্গে বন্ধ করা হল স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী।

প্রসঙ্গত, গত বছরের মার্চে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পরই সারা দেশের মতো এরাজ্যেও স্কুল, কলেজ বন্ধ হয়ে যায়। কয়েক মাস পর অনলাইনে ক্লাস শুরু হলেও স্কুল, কলেজ বন্ধই ছিল। মাঝে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলে রাজ্য সরকার। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় কয়েকদিনের মধ্যেই ফের বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ।

পরবর্তীকালে রাজ্যের করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে আসায় স্কুল, কলেজ খুলে ছিল রাজ্য সরকার।করোনাবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি ক্লাস চালু হয়েছিল।