সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিয়ম অনুযায়ী চুল না কাটলেই আইনি ব্য’ব’স্থা! জা’রি বিজ্ঞপ্তি

বাংলাদেশের ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার এক অদ্ভুত নিয়ম জারি করলেন। কী ভাবে সেখানে চুল কাটতে হবে তা নিয়ে নির্দেশ জারি করেছেন তিনি। তার নির্দেশের বাইরে অন্য স্টাইলে চুল কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বলেও জানিয়েছে তিনি।

জাহানপুর ইউনিয়নের সর্বত্র ওই বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়াও হয়েছে । ‘ জরুরী বিজ্ঞপ্তি’ বলে তাতে চেয়ারম্যান উল্লেখ করেন, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, ১৪ নং জাহানপুর ইউনিয়নের সকল সেলুন দোকান মালিক ও কারিগরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, সুন্নতি কাটিং, ডিফেন্স/আর্মি কাটিং ব্যতীত অন্য কোনও কাটিং করা হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।’

তবে ‘সুন্নতি কাটিং’ বা ‘আর্মি কাটিং’ কেমন হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এই নির্দেশ জারি করে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘিত হয়েছে।

এদিকে এক কিশোরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই নির্দেশের প্রতিবাদ করায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে তুষারের বিরুদ্ধেই উঠেছে অভিযোগের আঙুল।সম্প্রতি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন। তার ওই নির্দেশ জারি করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ওই এলাকায়।

এই নিয়ে নাজিম উদ্দিন হাওলাদার জানিয়েছেন, ‘ আমি স্থানীয় মুসলিমদের সাথে কথা বলে ২৫ অক্টোবর ওই নোটিশ জারি করেছি। তবে ঠিক করেছি বা ভুল করেছি তা নিয়ে আমি এখন দ্বিধায় আছি।