সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের জনপ্রিয়তার শী’র্ষে এই পু’রা’নো গেম, আপনার ফোনে কি আ’ছে?

সম্প্রতি ফিনিশ গেম ডেভেলপার Rovio ঘোষণা করেছে যে আবারও নাকি জনপ্রিয় হচ্ছে Angry Birds। চতুর্থ ত্রৈমাসিকে এক ধাক্কায় কোম্পানির লাভ অনেকটা বাড়ার পিছনে নাকি এই তিনটি গেমের জনপ্রিয়তা আছে বলেই কোম্পানির ধারণা।

হেলসিঙ্কির গেম ডেভেলপার কোম্পানি জানিয়েছে, “আমাদের সেরা তিনটি গেম Angry Birds 2, Angry Birds Dream Blast ও Angry Birds Friends গত বছরের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। 2021 সালের অক্টোবর-ডিসেম্বর মাসে কোম্পানিটি 13.1 মিলিয়ন ইউরো (প্রায় 110 কোটি টাকা) লাভ করেছে।

আর এই লাভের পরিমাণ 2020 সালের অক্টোবর-ডিসেম্বরের থেকে প্রায় 75 শতাংশ বেশি। এই লভ্যাংশ কোম্পানির লগ্নীকারীদের সঙ্গে ভাগ করা হবে। আপাতত প্রতি শেয়ারে 0.12 ইউরো ডিভিডেন্ড পাবেন লগ্নিকারীরা। আর নতুন গেম ডেভেলপমেন্ট ও মার্কেটিংয়ে অতিরিক্ত খরচের জন্য আয় বাড়লেও কোম্পানি চালানোর খরচও সমান ভাবে বেড়েছে।”

আরো পড়ুন: অদ্ভুত মাছ ধ’রা পড়লো জা’লে, সুড়সুড়ি দিলেই হে’সে দিচ্ছে এই মাছ

সম্প্রতি কোম্পানির পোর্টফোলিওতে আরও বৈচিত্র্য আনতে তুরস্কের গেম গেম ডেভেলপমেন্ট স্টুডিও Ruby Games এর মালিকানা কিনে নিয়েছিও Rivio। গত বছর অগাস্টে অধিগ্রহণের পরেই কোম্পানির তরফ থেকে কমিক চরিত্র Moomins নিয়ে গেম তৈরি শুরু করেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি।

তবে গত সোমবার থেকে ভারতে নিষিদ্ধ হয়ে গেল অত্যন্ত জনপ্রিয় গেম Garena Free Fire। Garena Free Fire বন্ধ হওয়ার পর অনেক গেমারদের মাথায় হাত। কারণ বেশ জনপ্রিয় ছিল এই গেমটি। আবারও ভারত সরকারের পক্ষ থেকে 54 টি অ্যাপ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: দেশের ১০ টি সবথেকে নি’রা’প’দ গাড়ি! রইলো তা’লি’কা, আপনি কোনটি কিনবেন?

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ওই 54টি অ্যাপ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে নিয়ন্ত্রিত হয় ঠিকই, কিন্তু সেগুলি চিন থেকে তৈরি হয়েছে। এমনকি ক্লোন অ্যাপগুলিকেও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল।