সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ঝ আকাশে বিমানের উপর প’ড়’লো বাজ, ছিলেন ১৭৫ যা’ত্রী, এরপর যা হলো

মাঝ আকাশে উড়ছিল বিমান। ১৭৫ জন বিমানযাত্রীকে নিয়ে যখন মেঘেদের মাঝখান দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি তখনই বিমানের উপর পড়লো বাজ। বাজ পড়ার সেই দৃশ্যটি যাত্রীরা স্বচক্ষে প্রত্যক্ষ করলেন। মাঝ আকাশে এমন বিপদের সম্মুখীন হয়ে আতঙ্কে শিহরিত হয়ে উঠেছিলেন যাত্রীরা। ঈশ্বরকে স্মরণ করতে থাকেন সকলে।

Russia

ঘটনাটি ঘটেছে রাশিয়াতে। মাঝ আকাশে আচমকা বাজ পড়ার ঘটনায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমানের ফ্রি ফল শুরু হয়। যে কারণে এক লাফে অনেকখানি নীচে নেমে আসে বিমান। যাত্রীদের মধ্যে অনেকে ধরেই নিয়েছিলেন যে বিমানটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। তারা ভেবেছিলেন এই বিমানযাত্রাই হয়তো তাদের শেষ যাত্রা হবে।

তবে বিমানচালক অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে সামলে নেন। জরুরি অবতরণ করতে সমর্থ হন। চালকের তৎপরতাতেই কেবল রক্ষা পেয়েছে এতগুলো প্রাণ। কিন্তু ভয়ঙ্কর সেই ঘটনার দৃশ্যটি এক বিমানযাত্রী নিজের ক্যামেরায় বন্দী করে ফেলেছেন। এরপর তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। অনাস্তেসিয়া নামের এক বিমানযাত্রী জানিয়েছেন যখন আচমকা মাঝ আকাশে বাজ পড়লো তখন সেই শব্দে চমকে উঠেছিলেন যাত্রীরা।

প্রতীকী ছবি

বাজ পড়ার শব্দ শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তারা। তবে তার মাঝেও আতঙ্কিত সহযাত্রীদের ছবি ক্যামেরায় বন্দী করে ফেলেন এক যাত্রী। সম্পূর্ণ ঘটনাটি ছিল অত্যন্ত ভয়ানক। বাজ পড়ার পরপরই বিমানের মধ্যে থাকা বোতল এবং অন্যান্য ছোটখাটো সামগ্রী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যা দেখে আরো ভয় পেয়ে যান যাত্রীরা।