সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮ টি স্কুলকে অন্য বিদ্যালয়ের সঙ্গে মি’লি’য়ে দেওয়া হ’বে, বি’জ্ঞ’প্তি জা’রি করলো KMC

সম্প্রতি ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় প্রাইমারি, আপার প্রাইমার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৮২o৭ টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।অন্যদিকে যে স্কুলগুলোর ছাত্রসংখ্যা কম,সেইগুলিকে পাশের কোনো এক বড় স্কুলের সাথে মিলিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। সূত্রে খবর স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর ও শিক্ষকের অনুপাত কমথাকায় এই সিদ্ধান্ত।

কলকাতায়ই রয়েছে ৫৩১ টি স্কুল। এইসব স্কুল থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করার পরিকল্পনাও রয়েছে সরকারের।শহরের যেসব স্কুলের ছাত্র সংখ্যা অত্যন্ত কম সেখানের শিক্ষকদের আশেপাশের গ্রামের স্কুলের বদলি আবশ্যিক করছে রাজ্য সরকার।

এর আগে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ‘‌সাধারণ বদলি’‌ বা তার আগে ‘‌বিশেষ বদলি’‌র মাধ্যমে গ্রামের স্কুলগুলি ছেড়ে শহরের স্কুলগুলিতে বদলি নিতে শুরু করেছিলেন শিক্ষক–শিক্ষিকাদের একটা বড় অংশ।ফলে একদিকে যেমন গ্রামের স্কুল গুলিতে শিক্ষকের সংখ্যা হ্রাস পায়,তেমনই শহরের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পায়।

আরো খবর: দল ছেড়ে নির্দল হয়ে ল’ড়া’ই করার হু’ম’কি দিলেন তৃণমূলের বিধায়ক

এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে এইসব শিক্ষকদের আবার গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি, কিন্তু শিক্ষকের সংখ্যা কম , সেগুলিতে ওই শিক্ষকদের বদলি করা হবে।

২৮টি স্কুলকে বন্ধ করে নিকটবর্তী স্কুলগুলির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। প্রথম পর্যায়ে ১৮ টি স্কুলকে পার্শ্ববর্তী বড় কোনো স্কুলের সাথে মিলিয়ে দেওয়া হবে এই মর্মে গতকাল পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্কুলগুলি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাজকর্ম যেমন স্কুলের জিনিসপত্র, নথিপত্র, মিড-ডে মিলের সুবিধা স্থানান্তর, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্থানান্তর ১৮ মার্চের মধ্যে করতে নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে।

প্রসঙ্গত,কিছুদিন আগে শিক্ষক বদলি মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু ,যে স্কুল গুলিতে পড়ুয়া সংখ্যা কম সেগুলিকে বড় স্কুলের সঙ্গে মিলিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন । তিনি আরও বলেছেন যে কোনও শিক্ষক বদলিতে যেতে না চান তাহলে তাঁকে বরখাস্ত করার অধিকারও পর্ষদের হাতে রয়েছে।