সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো বে’শি করে ট্রেনিং দেওয়া হো’ক রাজমিস্ত্রিদের, নি’র্দে’শ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে উপার্জন বৃদ্ধির ব্যবস্থা করতে পরামর্শ দিলেন। বুধবার মুর্শিদাবাদে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দলের প্রতিনিধি উঠে মমতাকে জানান,’আমাদের জেলার লোকেরা দেশ ও বিদেশে রাজমিস্ত্রির কাজ করে। ওঁদের স্কিল ডেভেলপমেন্ট করে শংসাপত্র দিলে অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে আসতে পারবেন তাঁরা। বাড়বে উপার্জন। মুর্শিদাবাদ জেলার অর্থনীতি শক্তিশালী হবে।’

মুখ্যমন্ত্রী তা শুনেই বলেন,”এটা খুব ভাল প্রস্তাব।” সরকারি আধিকারিকের কাছে জানতে চান,”তোমাদের আইটিআই বা পলিটেকনিকে এটা চালু আছে?”। জবাবে মুখ্যমন্ত্রীকে তিনি অবগত করেন,”উৎকর্ষ বাংলায় রাজ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৭টি জায়গায়। আরও নাম আসলে ব্যবস্থা নেওয়া হবে।”

মমতা নির্দেশ দেন,”আরও বেশি করে প্রশিক্ষণ দিয়ে দাও। ওরা কিন্তু খুব এক্সপার্ট। আমি বিভিন্ন জায়গায় যাই। জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি কোথায়? কেউ বলে উত্তর দিনাজপুর ও কেউ বলে মুর্শিদাবাদ।” তখন প্রস্তাব আসে,”ম্যাডাম এটা ব্লক লেভেলে করাতে হবে। সবাই গরিব মানুষ।” বেসরকারি সংস্থার উদ্যোগেও প্রশিক্ষণ শিবির হচ্ছে বলে জানান এক আধিকারিক। তিনি বলেন,”নির্মাণ শিল্পে এল অ্যান্ড টি থেকে শুরু করে নানা সংস্থা এগিয়ে আসছে। এখানে একটা শিবির হয়েছিল। প্রশিক্ষণের সঙ্গে খাবার ও  থাকার ব্যবস্থা করবে তারা। এখানে এমন ব্যবস্থা করব।”