সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জোয়ারে জলমগ্ন দীঘা, পাহাড় প্রমাণ ঢে’উ দেখলেন পর্যটকরা

দিঘা তে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। দিঘার সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল তটসংলগ্ন রাস্তায়। সৈকত সরণি পেরিয়ে সমুদ্রের নোনা জলে ডুবে গেল দিঘার রাস্তাঘাট। জল ঢুকেছে অন্তত ৩৫টি হোটেলে।

প্রশাসন সূত্রে খবর, বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা বদলেছে। শুক্রবার তা আরও ভয়াবহ আকার নিয়েছে।
বৃহস্পতিবার থেকেই দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

নুলিয়া ও পুলিশ নজরদারির জন্য মোতায়েন রয়েছে। জোয়ারের সময় কেউ যাতে সমুদ্রে নেমে পড়তে না পারেন সে জন্য প্রতিটি ঘাট দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। জোয়ারের জলে এ ভাবে সৈকত শহর ভেসে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন স্থানীয়েরা।

আরো পড়ুন: দেশের ব’ড়ো শ’ত্রু’কে খ’ত’ম করলো ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW

এর আগে ইয়াসের সময় একই ভাবে সমুদ্রের জল ঢুকে দিঘা শহর ভেসে গিয়েছিল। তবে এই মুহূর্তে দিঘায় আসা পর্যটকরা সমুদ্রের এই বিশালাকায় ঢেউ দেখে নিজেদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

গত কয়েকটা দিন সমুদ্রের ভয়ানক চেহারায় জলে নামা না গেলেও সৈকত সরণিতে দাঁড়িয়ে বিশাল বিশাল ঢেউয়ে স্নান করতে দেখা গিয়েছে বহু পর্যটককেই।